একাধারে কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার, সংগীত পরিচালক সৈয়দ নাফিস। বছরের শুরুতে থেকেই কাটাচ্ছেন ব্যস্ত সময়। গেল রোজার ঈদেও তার সংগীত ও কণ্ঠ দর্শকের ভালোবাসা পেয়েছে।
ঢাকা মেইলকে নাফিস বলেন, ‘‘এবার ঈদে তিনটি কাজ করেছি। কাজগুলো বেশ প্রশংসিত হয়েছে। এরমধ্যে ‘নজর’ নামের নাটকের আবহ সংগীতের পাশাপাশি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছি। গানটি লেখা ও সুর আমার। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন মৌমিতা বড়ুয়া। এছাড়া ‘কানামাছি’ নামের একটি নাটকেও নিজের লেখা ও সুরে আমার একটি গান রয়েছে। দুটি গানই অনলাইনে দর্শকদের বেশ সমাদর পাচ্ছে। এছাড়া সোহেল আরমান ভাইয়ের ‘জলপরী’ নামের একটি নাটকে আবহ সংগীতে কাজ করেছি।’’
বিজ্ঞাপন

এদিকে ঈদের রেশ কাটলেও ব্যস্ততা ফুরায়নি নাফিসের। সিনেমার গান ও টিভিসির কাজ নিয়ে বর্তমান ব্যস্ততা। পাশাপাশি একটি মুঠোফোন ও একটি মুঠোফোন নেটওয়ার্ক অপারেটর কোম্পানির বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিনি। নাফিস জানালেন মনমতো গল্প ও চরিত্র পেলে ক্যামেরার সামনে দাঁড়াতে আপত্তি নেই তার।
নাফিসের লক্ষ্য, যেতে হবে বহুদূর। অনেকদিন ধরেই সে পথে হাঁটছেন তিনি। বলিউড হলিউড দক্ষিণী ও গ্র্যামি অ্যাওয়ার্ডের স্বপ্ন দেখেন তিনি। এরইমধ্যে কণ্ঠ দিয়েছেন ভিনদেশি ভাষার গানে।

