সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ট্রেন্ডিংয়ে অপূর্ব-সাবিলার নাটক ‘ভুল সবই ভুল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

ট্রেন্ডিংয়ে অপূর্ব-সাবিলার নাটক ‘ভুল সবই ভুল’

জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর জুটি বেঁধে ফের মুগ্ধতা ছড়াচ্ছেন। পয়লা বৈশাখ ১৪ এপ্রিল ইউটিউবে প্রকাশিত তাদের ‘ভুল সবই ভুল’ নাটকটি দর্শকের সমাদর পাচ্ছে। ইউটিউব ট্রেন্ডিংয়ে চলে এসেছে এ নাটক। 

মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় গল্পটি এক বিবাহিত দম্পতির। যাদের সংসারে দিনরাত খুনসুটি লেগেই থাকে। বিয়ের বছর না যেতেই স্ত্রী সাবিলা নূর অনেকটা বুঝে ফেলে তার স্বামী অপূর্ব বেগুণের মতো, যার কোনো গুণ নেই! এমনকি বউয়ের জন্মদিনটা পর্যন্ত সে মনে রাখতে পারে না।


বিজ্ঞাপন


73de4784-4cd4-4ec2-aab9-3ef5b0b3906c_20250412_164135160

এর আগে মাসরিকুল আলম বলেছিলেন, কারও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাওয়ার মতো উপভোগ্য নাটক। এককথায় ব্যাপক বিনোদন পাবে। এই কাজের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর হিউমার। নাটকে অপূর্ব ভাইয়ের কমেডি টাইমিং ছিল খুব দারুণ হয়েছে। দর্শক দেখলে বুঝবেন।

অপূর্ব-সাবিলা ছাড়াও এতে অভিনয় করেছেন সুষমা সরকার, সৌম চৌধুরী, শামিমা নাজনিন প্রমুখ। নির্মাতা জানিয়েছিলেন, অপূরব-সাবিলা জুটিকে তার চতুর্থ কাজ এটি। এর আগের কাজগুলো থেকে এটি পুরোপুরি আলাদা। আজ ২২ এপ্রিল মঙ্গলবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর