সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘কী চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম?’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

‘কী চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম?’

সহকারী চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও এখন অনিক বিশ্বাস পুরোপুরি চলচ্চিত্র নির্মাতা। এরইমধ্যে ছোট পর্দার জন্য প্রথম সারির এবং নতুন অভিনয়শিল্পী নিয়ে বেশকিছু নাটক নির্মাণ করে নিজেকে চিনিয়েছেন তিনি।

অনিক বিশ্বাস বড় পর্দার জন্য দীর্ঘদিন ধরেই ছোট পর্দার নির্মাণ থেকে দূরে ছিলেন এবং নিজেকে প্রস্তুত করছিলেন চলচ্চিত্রের জন্য। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র  ‘খোদা হাফেজ’ নামের  মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। এরইমধ্যে ঘোষণা দিয়েছেন ‘শিরোনাম’ নামের নতুন আরেকটি সিনেমার।


বিজ্ঞাপন


গেল শনিবার এই সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশিত হয়েছে। যার ট্যাগ লাইন কি চাই, চেয়ার, পাওয়ার, টাকা নাকি নাম? ইব্রাহীম চায় শিরোনাম! ব্যতিক্রম ঘরানার পোস্টারটি প্রকাশ্যে আসতেই সবমহলে প্রশংসা কুড়াচ্ছে।

 ‘শিরোনাম’ সিনেমার শিল্পী নির্বাচন থেকে শুরু করে লোকেশন, গান সবকিছু চূড়ান্ত করে ইতিমধ্যে শুটিং ফ্লোরে গড়িয়েছে বলে জানান এ নির্মাতা। চলতি মাসেই শুটিং শুরু হয়েছে।  সিনেমাটি প্রযোজনা করছে দ্যা কর্মাশিয়াল মুভিজ এবং বিশ্বাস টকিজ। 

এ প্রসঙ্গে অনিক বিশ্বাস বলেন, ‘অনেক বড় স্কেলে সিনেমাটির শুটিং করা হয়েছে। সিনেমাটির জন্য শেষ কয়েক মাস যাবত গোটা টিম অক্লান্ত পরিশ্রম করছে। গল্প অনুযায়ী কাস্টিং, লোকেশান, সেট অন্যান্য সবকিছু বেশ যত্ন সহকারে দেখা হচ্ছে। গল্পে ছাড় দিতে চাই না। ‘শিরোনাম’ হবে আমাদের গল্প। এই সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছে। শিগগিরই সিনেমাটির অফিসিয়াল ফার্স্টলুক প্রকাশ করা হবে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর