রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

‘সিআইডি’র এসিপি প্রদ্যুমন চরিত্রে কে এই অভিনেতা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৪ পিএম

শেয়ার করুন:

‘সিআইডি’র এসিপি প্রদ্যুমন চরিত্রে কে এই অভিনেতা? 

পর্দার পরিচয়ের দাপটে অনেক সময় অভিনয়শিল্পীদের আসল পরিচয় মলিন হয়ে যায়। এরকমই এক অভিনেতা শিবাজি সতম। ‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুমন চরিত্রে ভারতীয় এই অভিনেতা এতটাই পরিচিতি পেয়েছেন যে অনেকে তাকে অন্য নামে ভাবতেই পারেন না। চলুন জেনে নেওয়া যাক ‘সিআইডি’র এসিপি প্রদ্যুমন চরিত্রে কে এই অভিনেতা। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মহারাষ্ট্রের দেবগড়ে জন্মগ্রহণ করেন শিবাজি। ছিলেন ব্যাংক কর্মকর্তা। কখনও স্বপ্নেও ভাবেননি অভিনেতা হবেন। অথচ এই অভিনয় তাকে এনে দিয়েছে রাজ্যের খ্যাতি। 


বিজ্ঞাপন


Untitled-26

অভিনয়ে শিবাজির পথচলা ১৯৮০ সালে। ‘রিস্তে-নাতে’ নামের একটি ধারাবাহিকের মাধ্যমে নাম লেখান ছোট পর্দায় পা রাখেন। বড়পর্দায়ও দেখা গেছে তাকে। সব মিলিয়ে বেশ কয়েকটি হিন্দি ও মারাঠি সিনেমা এবং ধারাবাহিকে দেখা গেছে তাকে। 

তবে শিবাজিকে দর্শকের কাছের মানুষ ‘সিআইডি’। ১৯৯৮ সালে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত হন তিনি। সে বছরের ২১ জানুয়ারি ‘সিআইডি’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচারিত হয়েছিল।

Untitled-2504110939


বিজ্ঞাপন


নব্বইয়ের দশকে জন্ম নেওয়া দর্শকের কাছে এসিপি প্রদ্যুমন তুমুল জনপ্রিয়। এই চরিত্রে প্রাণ দিয়ে শিবাজি সত্যমের নাম ছড়িয়েছে দর্শকের মুখে মুখে।

২০১৮ সালের পর ছয় বছর বন্ধ ছিল সিআইডি। পুনরায় শুরু হলে ফের তাকে দেখা যায় এসিপি প্রদ্যুমন হিসেবে। তবে সম্প্রতি চরত্রটি থেকে বিদায় নিয়েছেন এই অভিনেতা। সেইসঙ্গে ধারাবাহিকটির সঙ্গে ছিন্ন হয়েছে তার ২৭ বছরের পথচলা। আজ ২১ এপ্রিল এই অভিনেতার জন্মদিন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর