বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রথমবার জুটি বাঁধলেন আরশ-জিম

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

শেয়ার করুন:

প্রথমবার জুটি বাঁধলেন আরশ-জিম

প্রথমবারের মতো ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আরশ খানের বিপরীতে জুটি বেঁধে অভিনয় করেছেন চলতি সময়ের আরেক দর্শকপ্রিয় মুখ মাফতুহা জান্নাত জিম। নাটকের নাম ‘যত্ন’। ইসলামিক ঘরানার গল্পে নাটকটি নির্মাণ করেছেন মাবরুর রশিদ বান্নাহ।

এ প্রসঙ্গে জিম বলেন, ‘এ ধরনের গল্পে আগে কখনো কাজ করিনি। ইসলামিক গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আমাদের দেশে এই ধরনের গল্প আগে হয়নি। যে কারণে ভিন্ন ঘরানার কাজটি করা। এই নাটকের মাধ্যমে প্রথমবার আরশ ও বান্নাহ ভাইয়ের সঙ্গে কাজ হয়েছে।’


বিজ্ঞাপন


যোগ করে তিনি আরও বলেন, ‘আমি ইরা চরিত্রে অভিনয় করেছি। ইরা ধার্মিক। সারাক্ষণ ইবাদাত করেই তার রাত-দিন পার হয়। তবে গল্পের নায়ক আরশ খান সম্পূর্ণ ব্যতিক্রম। চমৎকার একটি গল্প দর্শকরা দেখতে পাবে। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।

জানা গেছে, ‘যত্ন’ নাটকটি বুধবার (১৬ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটে গাজী টেলিভিশনের প্রচার হবে। এরপর অবমুক্ত হবে ইউটিউবে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর