বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পিএম

শেয়ার করুন:

চিত্রনায়ক জাভেদ হাসপাতালে

দীর্ঘদিন ধরে ক্যানসারসহ নানা রকম অসুখে ভুগছেন ঢালিউডের কিংবদন্তি চিত্রনায়ক ইলিয়াস জাভেদ। শারীরিক অবস্থার অবনতি হলে আজ (১৬ এপ্রিল) দুপুরে তাকে হাসপাতালে নেয়া হয়। উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা। 

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান। তিনি জানান, ঢাকাই সিনেমার সোনালি দিনের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস জাভেদ বেশ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। 


বিজ্ঞাপন


সনি বলেন, ‘অভিনেতা জাভেদ ভাই ক্যানসারে আক্রান্ত। এছাড়াও নানা রকম শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে নেয়া হয়।’

সানি আরও বলেন,‘আমরা চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে উনার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি। যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি’অভিনেতা জাভেদের স্ত্রী ডলি জাভেদ তার স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর