ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ দিয়ে দর্শক ঘুম কেড়েছেন নির্মাতা জাহিদ প্রীতম। প্রেম, বন্ধুত্ব, নস্টালজিয়ার মোড়কে সে আবেগের গল্পের মুগ্ধতার রেশ এখনও আছে। এবার ‘ঘুমপরী’র পর জাহিদ প্রীতমের ব্যস্ত তার বিয়ে নিয়ে।
ঢাকা মেইলকে জাহিদ প্রীতম বলেন, ‘‘ঘুমপরী’র পর এখন ব্যস্ততা আমার বিয়ে নিয়ে। চার-পাঁচ বছর আগেই ঠিকঠাক ছিল সব। প্রেমের আগেই বিয়ে করব ভেবেছিলাম। কিন্তু বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। বাবা মারা গেলেন। মা দুই বার অসুস্থ হলেন। অপারেশন করানো হলো। সবকিছু মিলিয়েই বছর চারেক পিছিয়ে যায়। ‘ঘুমপরী’র মধ্যে করার কথা ছিল। কিন্তু পিছিয়ে এপ্রিলে ঠিক করা হয়েছে। ২৫ এপ্রিল বিয়ে করছি আমরা।’’
বিজ্ঞাপন
প্রেমিকা প্রিয়ন্তী ইসলামকে বিয়ে করছেন জাহিদ প্রীতম। তিনি বলেন, ‘আমার হবু স্ত্রী প্রিয়ন্তী ইসলাম সাংবাদিকতার সঙ্গে জড়িত। তার পরিবারের সবাই সাংবাদিক।’
মধুচন্দ্রিমা নিয়েও ভেবে রেখেছেন জাহিদ প্রীতম। সময়টা অনেকে দেশের বাইরে কাটালেও নির্মাতা এজন্য বেছে নিতে চান দেশের কোনো সুন্দর জায়গা। তার কথায়, ‘‘হানিমুন নিয়ে এখনও কিছু ভাবিনি। তাছাড়া আমার পাসপোর্টসহ বিভিন্ন কাগজপত্র হারিয়ে গেছে। তবে আমি দেশের কোথাও হানিমুনে যেতে চাই। আমার দেশ অনেক সুন্দর। অনেক সুন্দর জায়গা আছে। আমি ‘ঘুমপরী’তেও দেখিয়েছি। সেরকম কোথাও যেতে চাই। যে জায়গা এখনও কেউ দেখেননি। এছাড়া আমি খুব ঘরকুনো ছিলাম। দেশের খুব বেশি জায়গা দেখা হয়নি। ইচ্ছা আছে বিয়ের পর ওকে (হবু স্ত্রী) নিয়ে ৬৪টি টি জেলা ঘুরে দেখতে চাই। এরপর দেশের বাইরে যেতে চাই। ইউরোপ আমার খুব পছন্দ।’’
বিজ্ঞাপন
এবার পেশাগত আলাপে নির্মাতা বললেন, ‘‘ঘুমপরী’র আগে একাধিক ওটিটি মাধ্যমের সঙ্গে কয়েকটি কাজ চূড়ান্ত ছিল। কিছু কাজ নিয়ে কথা হচ্ছে। মে থেকে শুরু করব। সেইসঙ্গে চেষ্টা করছি কোরবানি ঈদে ইউটিউবের জন্য একটি নাটক বানাতে। যেহেতু আমি নাটকের মানুষ। আমার দর্শকরাও চাচ্ছেন। তাই একটা ফিকশন বানানোর ইচ্ছা আছে।’’