সহ অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন মালয়ালম অভিনেত্রী ভিন্সি অ্যালশিয়াস। নেশার ঘোরে থাকা এক অভিনেতা গায়ে পড়ে পোশাক ঠিক করে দিতে চাইছিলেন বলে জানিয়েছেন ভিন্সি।
সম্প্রতি সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন ভিন্সি। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি একটি ছবি করছিলাম। সেই সময় ছবির প্রধান অভিনেতার সঙ্গে আমার একটি অভিজ্ঞতা হয়। উনি মাদক নিয়েছিলেন এবং সম্পূর্ণ অসঙ্গত আচরণ করছিলেন। সেই অভিজ্ঞতা এমনই ছিল যে, আমার পক্ষে তার সঙ্গে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না।’
বিজ্ঞাপন
এরপর ঘটনার বর্ণনা করে ভিন্সি বলেন, ‘আমার পোশাক নিয়ে একটা সমস্যা হয়েছিলব। আমি সেটা ঠিক করতে চাইছিলাম। কিন্তু উনি আমার কাছে আসতে চাইছিলেন। বলছিলেন, আমি তোমাকে সাহায্য করব। এবং সেটা বলছিলেন সকলের সামনে। এতে আমি প্রবল অস্বস্তিতে পড়ছিলাম।”অভিনেত্রীর দাবি ওই অভিনেতা নেশার ঘোরে ছিলেন তখন। তবে তার নাম উল্লেখ করেননি।’
এদিকে এ ঘটনার পর থেকে ভিন্সি সিদ্ধান্ত নিয়েছেন নেশার ঘোরে থাকা কারও সঙ্গে অভিনয় করবেন না তিনি। তার ভাষ্য, ‘আমি যদি বুঝতে পারি কেউ ড্রাগ খেয়ে আমার কাছে এসেছে, আমি তাঁর সঙ্গে কাজ করব না।’