সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আমেরিকায় কীভাবে বৈশাখ উদযাপন করলেন জায়েদ খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

অ্যামেরিকায় কীভাবে বৈশাখ উদযাপন করলেন জায়েদ খান

ঢালিউড চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান। অভিনয় দিয়ে দ্রুতি ছড়াতে না পারলেও ব্যক্তিগত কারণে প্রায়ই সংবাদের শিরোনাম হন। দর্শকদের সামনে ডিগবাজি দিয়ে  কিংবা জামা খুলে উল্লাস করে নেটিজেনদের কাছে পৌঁছাতে পেরেছিলেন। 

দেশে ফিরতে ভয় পাচ্ছেন জায়েদ খান?


বিজ্ঞাপন


দীর্ঘদিন ধরেই অ্যামেরিকায় অবস্থান করছেন অভিনেতা। সেখান থেকেও ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পয়লা বৈশাখ উপলক্ষ্যে তিনি অংশ নিয়েছিলেন ‘বাংলাদেশি প্যারেড’-এ। 

zayed_khan_2

যুক্তরাষ্ট্রের বাংলাদেশ সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ট্রাকে করে র‌্যালি করেন অভিনেতা। এছাড়াও অনুষ্ঠানে আগত অনেক বাংলাদেশি শিল্পীদের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। 

দেশে ফিরতে ভয় পাচ্ছেন জায়েদ খান?


বিজ্ঞাপন


যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমকে অভিনেতা জানিয়েছেন, ‘এবারের পহেলা বৈশাখে খুব সুন্দর একটা সময় কেটেছে। এখানে নববর্ষ বরণ তারপর ‘বাংলাদেশি প্যারেড’-এ অংশ নিয়ে ট্রাকে করে জ্যাকসন হাইটসের রাস্তায় বাংলাদেশের পতাকা হাতে নিয়ে র‌্যালি করেছি।’

zayed_khan_3

তিনি যোগ করেন, ‘এসময় দেশের গান বাজছিল, পাশাপাশি আমার সিনেমার গানও বাজছিল। অনেক মজা করেছি। মেয়েরা জায়েদ খান জায়েদ খান বলে ডাকছিল আর আমাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছিল। কেউ কেউ আবার ডিগবাজি দিতেও বলছিল। সব মিলিয়ে বেশ উপভোগ করেছি সময়টা।’

শিল্পী সমিতির সদস্য পদ হারিয়ে যা বললেন জায়েদ খান

সবশেষ তিনি বলেন, ‘এখানে অনেকের সঙ্গেই দেখা হয়েছে। দেবাশীষ দা, প্রতিকসহ অনেকেই ছিল, একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি। অনেক গল্প করেছি। ঈদের পর পয়লা বৈশাখটাও বেশ দারুণ উপভোগ করেছেন।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর