চলতি বছরের শুরুতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে আহাত করেন এক যুবক। ঘটনার চারদিন পর ১৯ জানুয়ারি সকালে মহারাষ্ট্রের থানে এলাকা থেকে হামলাকারী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরপর থেকে মুম্বাই পুলিশ হেফাজতে রয়েছেন ওই হামলাকারি।
বিজ্ঞাপন
অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত তিনি। ফরেন্সিক রিপোর্টও তার বিরুদ্ধে। হঠাৎ করেই পটপরিবর্তন। হামলার ঘটনায় নতুন মোড়। জানা গেছে অভিনেতার বাড়ি থেকে সংগ্রহ করা আঙুলের ছাপের সঙ্গে মিলছে না অভিযুক্তের আঙুলের ছাপ! এ খবর প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠছে তাহলে কি সাইফের ওপর হামলার ঘটনার সঙ্গে যুক্ত নন অভিযুক্ত শরিফুল?

বাবা, তুমি কি মারা যাচ্ছ— সাইফকে প্রশ্ন ছেলে তৈমুরের
ভারতীয় গণমাধ্যমকে মুম্বাই পুলিশ জানিয়েছে, ‘অভিনেতার বাথরুমের হাতল, আলমারির হাতল, দরজার হাতল-সহ একাধিক জায়গা থেকে আঙুলের যে ছাপ পাওয়া গেছে। তার সঙ্গে শরিফুলের আঙুলের ছাপের মিল নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০টি আঙুলের ছাপের মধ্যে ১৯টি নাকি মেলেনি!’
বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানিয়েছে, ‘সাইফের বাড়ির আট তলা থেকে পাওয়া আঙুলের ছাপের সঙ্গে অভিযুক্তের আঙুলের ছাপের মিল পাওয়া গেছে । পুলিশের দাবি, বাকি হাতল গুলোতে অভিযুক্ত ছাড়াও অন্যরাও হাত রেখেছিলেন। তাই অভিযুক্তের আঙুলের ছাপের মুছে গিয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আট তলার ঘর থেকে পাওয়া আঙুলের ছাপই প্রমাণ করে, হামলাকারি অভিনেতার বাড়িতে উপস্থিত ছিলেন।’
সাইফ আলী খানকে ছুরিকাঘাত: মহারাষ্ট্র থেকে যুবক গ্রেফতার
তদন্তের স্বার্থে অভিযুক্ত শরিফুলকে জামিন না মঞ্জুরের আবেদন করেছে মুম্বাই পুলিশ।
ইএইচ/

