বাংলা নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নিতে বাঙালির পরিকল্পনার কমতি নেই। সকল শ্রেণির মানুষ দিনটি নিজের মতো করে পালন করে থাকেন। বাদ যান না পর্দার তারকারাও। সবার মতো বর্ষবরণ ঘিরে তাদেরও থাকে নিজস্ব কিছু পরিকল্পনা।
বিজ্ঞাপন
জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলেরও রয়েছে পয়লা বৈশাখ নিয়ে নিজস্ব পরিকল্পনা। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘পয়লা বৈশাখ পরিবারের সঙ্গেই কাটাব। আমার একটি সেলুন আছে। সেখানে একটু বসব। আমার দুজন বান্ধবীর জন্মদিনও আজ। সেটাও সেলিব্রেট করব।’
তবে পয়লা বৈশাখ বলতেই অভিনেত্রীর স্মৃতির জানলায় ভিড় করে নাগরদোলা, চরকি, মেলা। তার ভাষ্য, ‘ছোটবেলার বৈশাখ অন্যরকম ছিল। একেবারে উৎসব মুখর। মেলায় যেতাম। বিভিন্ন ধরণের খেলাধূলার সামগ্রী উঠত। মাটির হাঁড়ি পাতিল কিনতাম। কথায় আছে না, ‘তোর জীবনে কি মেলা লাগছে।’ ওইরকম আসলেই মেলা লেগে যেত। নাগরদোলা, চরকি— সব মিলিয়ে দারুণ সময় কাটত পয়লা বৈশাখের দিন।’’
বিজ্ঞাপন
শৈশবের পয়লা বৈশাখ নস্টালজিক করে তোলে তাকে। কেয়া পায়েল বলেন, ‘শৈশবের বৈশাখটা মিস করি। এই যে আপনি মেলার কথা বলতেই মন ছুটে গেছে ছোটবেলার বৈশাখী মেলায়। আমাকে নস্টালজিক করে তুলেছে।’
এদিকে ব্যস্ততার ভিড়বাট্টা লেগেই থাকে কেয়া পায়েলের। প্রতিনিয়ত নতুন নাটক প্রকাশ পাচ্ছে তার। ঈদেও এসেছে বেশকিছু নাটক। যা মন ভরিয়েছে দর্শকের। বৈশাখ মৌসুমেও থাকছে সেই ধারাবাহিকতা।
আরআর/