জায়েদ খানের বিরুদ্ধে সংসার ভাঙার অভিযোগ আনেন ওমর সানি। এ নিয়ে ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে জায়েদের চড় ও পিস্তলকাণ্ড ঘটে। পরে শিল্পী সমিতিতে জায়েদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তিনি।
ঘটনার পর থেকে এটিকে বানোয়াট ও অসত্য দাবি করে আসছিলেন জায়েদ। তিনি বারবার বলছেন, মৌসুমী মুখ খুললে সত্যটা বেরিয়ে আসবে। অবশেষে মুখ খুলেছেন দেশের চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকা। কিন্তু ঘুরিয়ে দিয়েছেন পাশার দান। স্বামীর পক্ষ না নিয়ে বরং জায়েদের সুনাম করলেন।
বিজ্ঞাপন
মৌসুমী বলেন, ‘আমার প্রসঙ্গ টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি। ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে খুব ভালো কাজের সম্পর্ক আছে। সেখানে আমাকে অসম্মান করার কোনো প্রশ্ন ওঠে না। এ ধরনের কথা জায়েদ বলতে পারে, তেমন কোনো মানসিকতা তার মধ্যে দেখিনি। জায়েদ অনেক ভালো ছেলে। সে কখনও আমাকে অসম্মান করেনি।’
তিনি আরও বলেন, ‘সে আমাকে বিরক্ত করছে—এমন কথা কেন বারবার আসছে সেটা বুঝতে পারছি না। এটা হওয়া উচিত না। যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিক ভাবেই সমাধান করা দরকার ছিল।’
তিনি মনে করেন জায়েদ খানের মধ্যে তেমন একটা দোষ নেই। তার কথায়, ‘এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আমাকে ছোট করার মধ্যে অন্যের আনন্দ কেন? যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছে—সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।’
এর আগে শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জায়েদকে চড় মারেন ওমর সানি। তখন জায়েদ পিস্তল বের করে ওমর সানিকে গুলি করার হুমকি দেন।
বিজ্ঞাপন
আরএসও