রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আবারও বিচ্ছেদ শ্রাবন্তীর, যা বললেন রোশন সিং

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম

শেয়ার করুন:

আবারও বিচ্ছেদ শ্রাবন্তীর, যা বললেন রোশন সিং

টলিউড চলচ্চিত্রের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার অনেকটা নিরবেই বিচ্ছেদের পথে হাটলেন। গত মঙ্গলবার (৮ এপ্রিল) আদালতে রোশন সিং ও অভিনেত্রীর বিবাহবিচ্ছেদ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শ্রাবন্তীর চরিত্র নিয়ে কটাক্ষ বিজেপি নেতার


বিজ্ঞাপন


দীর্ঘ দিন ধরেই শোনা যাচ্ছিল সংসার জীবন সুখী নন অভিনেত্রী।  একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগে নিয়মিত টানাপড়েন লেগেই থাকত। এর জেরে গত বছরের সেপ্টেম্বর মাসে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আইনি জটিলতা শেষে গত ৮ এপ্রিল দাম্পত্য জীবনের ইতি টানলেন শ্রাবন্তী-রোশন। 

480613692_1190458695779563_8923746476654956204_n

বিবাহবিচ্ছেদের সত্যতা জানতে অভিনেত্রীর সদ্য সাবেক স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,‘সবকিছু খুব শান্তিপূর্ণ ভাবেই শেষ হয়েছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম। সেরকম আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে গেলাম’ 

কীভাবে শাড়ি পরেছেন লজ্জা লাগছে না— শ্রাবন্তীকে কটাক্ষ নেটিজেনদের


বিজ্ঞাপন


বিচ্ছের বিষয়ে এতোদিন দুইজনেই মুখে কুলুপ এটেছিলেন। আইনি বিচ্ছেদের পর রোশন তার সোশ্যাল মিডিয়ার ছবি পরিবর্তন করে বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। তখনই গুঞ্জন ওঠে রোশনের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে অভিনেত্রী শ্রাবন্তীর।

480450430_1189417359217030_4836216445779065739_n

শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগে বিনোদন দুনিয়া থেকে একাধিক বার ডাক পেয়েছিলেন রোশন। তবে অভিনয়ের প্রতি বিন্দুমাত্র ইচ্ছা নেই, তাই সাড়া দেননি। তিনি বলেন, ‘আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি।’ 

চলতি বছরেই নতুন জীবন শুরু করবেন বলে জানিয়েছেন রোশন।

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর