বহুমুখী প্রতিভার অধিকারী বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী অদিতি মহসিন। কণ্ঠে রবি ঠাকুরের গান তুলে যেমন শ্রোতাদের মুগ্ধতার মূর্ছনায় ভাসান তেমনই উপস্থাপনায়ও অনবদ্য তিনি। প্রতি শনিবার রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় তার উপস্থাপনায় বিশেষ সংগীতবিষয়ক অনুষ্ঠান ‘পরম্পরা’।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলা গান-এই নিয়ে গল্প, আড্ডা, গানের আয়োজন থাকছে এ অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রতি পর্ব সাজানো হয় বাংলা গানের নির্দিষ্ট একটি ধারা নিয়ে।
বিজ্ঞাপন

অতিথি হিসেবে থাকেন দুই প্রজন্মের দুই জন সংগীতশিল্পী। গান পরিবেশনের পাশাপাশি সংগীত নিয়ে নিজেদের ভাবনাগুলো দর্শকদের সঙ্গে ভাগাভাগি করেন তারা।
এবারের পর্বেও ব্যতিক্রম হচ্ছে না। এবারও থাকছেন নতুন দুই অতিথি। তারা হলেন, (১২ এপ্রিল) অতিথি হিসেবে থাকবেন সমরজিৎ রায় ও অনন্যা আচার্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

