সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের মা হচ্ছেন গওহর খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩০ পিএম

শেয়ার করুন:

ফের মা হচ্ছেন গওহর খান

ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী গওহর খান বিয়ের পর থেকেই অভিনয়ে অনিয়মিত। তবে ব্যক্তিগত ইস্যুতে সংবাদ মাধ্যমের শিরোনাম। দীর্ঘ দিন মিডিয়ার লাইমলাইটের বাইরে থেকে সুখবর দিলেন দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী।

 

বর্তমানে সিরিয়াল কিংবা সিনেমা কোথাও দেখা যায় না অভিনেত্রীকে। বিয়ের পর সংসারে মন দিয়েছে। মা হিসেবেও বর্তমানে দায়িত্ব বেড়েছে। একমাত্র ছেলে জেহান তার ধ্যানজ্ঞান। সদ্য হাঁটতে, কথা বলতে শিখেছে সে। এবার দ্বিতীয়বার মা হওয়ার সুখবর দিলেন গওহর খান। 

gauahar-khan-gender-ezgif.com-webp-to-jpg-converter_(1)

স্বামী জায়েদ দরবারের সঙ্গে খুনসুঁটিতে ভরা রোম্যান্টিক ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সুখবর ভাগ করে নিয়েছেন তিনি। যেখানে জসসি জে-র ‘প্রাইজ ট্যাগ’ গানে নাচতে দেখা গেল দুইজনকে।


বিজ্ঞাপন


মা হয়েছেন বলিউড অভিনেত্রী গওহর খান

ওই ভিডিওর ক্যাপশনে মহাচমক দিলেন গওহর! তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ! আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ কাম্য। আমাদের দ্বিতীয় সন্তান আসছে।’
অভিনেত্রীর পোস্টের দীর্ঘদিনের সহকর্মী এবং অনুরাগীরা শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর