সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অ্যাঞ্জেলিনা জোলির জীবন নিয়ে ‘কিলবিল সোসাইটি’— জানালেন সৃজিত 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১২:২৯ পিএম

শেয়ার করুন:

অ্যাঞ্জেলিনা জোলির জীবন নিয়ে ‘কিলবিল সোসাইটি’— জানালেন সৃজিত 

সৃজিত মুখার্জির ‘হেমলক সোসাইটি’ সিনেমার কথা কে না জানে। এক যুগ কেটে গেলেও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে টাটকা। ১৩ বছর পর নির্মাতা আনছেন ‘কিলবিল সোসাইটি’ নামের আরও একটি সিনেমা। 

এদিকে গুঞ্জন উঠেছে হলিউড সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলিকে নিয়ে নির্মাণ করে হয়েছে ‘কিলবিল সোসাইটি। আসলেই কি তাই? ভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন সৃজিত।


বিজ্ঞাপন


actress-angelina-jolie-attends-maria-gala-october-18-2024

তার কথায়, ‘‘আপনারা যদি ‘হেমলক সোসাইটি’র সেই শেষ দৃশ্যের কথা মনে করেন তাহলে দেখবেন সেখানে দেখা যাচ্ছে আনন্দ করের চরিত্রটি তার ‘হেমলক সোসাইটি’র জন্য একজন নতুন ব্যক্তিকে নিয়ে যাচ্ছেন যিনি জীবন বিমুখ হয়ে আত্মহনন করতে চাইছেন। তাকে জীবনমুখী করতে নিয়ে যায়। এই এতগুলো বছরে আমরা তারপর সঠিক প্লটের জন্য অপেক্ষা করেছি। খালি সিক্যুয়েল বানাতে হবে বলেই এই কালজয়ী ছবির সিক্যুয়েল বানাতে চাইনি।’’

আরও বলেন, ‘আমরা সঠিক প্লটের অপেক্ষা করছি তখন একদিন টুইটারে অ্যাঞ্জেলিনা জোলির বাস্তব জীবনে ঘটে যাওয়া এই ঘটনার ব্যাপারে জানতে পারি যেখানে মাত্র ১৯ বছর বয়সে তিনি একজন ভাড়াটে খুনিকে নিয়োগ করেন নিজেকেই হত্যা করার জন্য। তিনি চেয়েছিলেন সেটাকে যেন গুলি করে খুন করার মতো দেখতে লাগে। যদিও তার সেই ভাড়া করা খুনি তাকে বিষয়টা নিয়ে আবারও ভাবতে বলেন। আর বাকিটা তো সবার জানা। তিনি তার ভাবনা বদলান।’

JolieMariaBFILFF181024_(18_of_28)_(54081064591)_(cropped)


বিজ্ঞাপন


১১ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘কিলবিল সোসাইটি’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখোপাধ্যায়। আরও অভিনয় করেছেন সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, প্রমুখ। ছবিটির প্রযোজক এসভিএফ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর