সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ক্যামেরা দেখলেই গা জ্বলে কেন জয়ার— জানা গেল কারণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

ক্যামেরা দেখলেই গা জ্বলে কেন জয়ার— জানা গেল কারণ 

ক্যামেরার সামনে দাঁড়িয়েই পেয়েছেন তারকাখ্যাতি। পরিবারের বাকি সদস্যরাও ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলিউডের ডাক সাইটে তারকা। তবুও লেন্সের সঙ্গে যেন তার জন্মের শত্রুতা। 

ক্যামেরায় চোখ পড়লেই বিগড়ে যান। পাপারাজ্জিদের পারেন তো পিণ্ডি চটকান। ক্যামেরা তাক করলেই কেন গা জ্বলে যায় জয়া বচ্চনের এর উত্তর খোঁজেন নেটিজেনরাও। এবার কারণ জানালেন জয়-অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন।

1685775916_amitabh-4

এর আগে এক সাক্ষাৎকারে পুত্র অভিষেক বচ্চনকেও এ নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। উত্তরে তিনি জানান, আজকাল বিমানবন্দরে তার মাকে দেখলে ছবি তোলার জন্য ছবিশিকারিরা হুড়োহুড়ি করেন না বরং তার ছবি না তুলেই বিমানবন্দরের অন্দরে প্রবেশের রাস্তা করে দেন।

অভিষেকের কথা শুনেই মুখ খোলেন শ্বেতা। তার ভাষ্য, ‘‘মায়ের আসলে দম আটকে যাওয়ার সমস্যা রয়েছে। চারপাশে বেশি লোকজন দেখলেই দমবন্ধ হতে শুরু করে সেই কারণে এমন আচরণ করে।’’

1608135385_5fda32d9f1021_jaya-bachchan

তবে ক্যামেরাজনিত কারণ ছারাও যে জয়া খুব একটা ভালো আচরণ করেন তা কিন্তু না। এই যেমন সম্প্রতি অভিনেতা মনোজ কুমারকে শ্রদ্ধা জানাতে গিয়ে বাঁধিয়েছেন এক কাণ্ড। এক নারী কাঁধে হাত দেওয়ায় বকাঝকা দেন। এমনকি ধাক্কা দিয়েও সরিয়ে দেন তাকে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর