ভিনদেশি সংস্কৃতি রুখে দিতে ১১ এপ্রিল ঢাকাসহ চার বিভাগীয় শহরে স্বাধীনতা কনসার্টের আয়োজন করেছিল ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’। এরইমধ্যে সাময়িক স্থগিত করা হয়েছে কনসার্টটি। এতে নাখোশ জনপ্রিয় গায়ক আসিফ আকবর। সামাজিক মাধ্যমে এরইমধ্যে আসিফ জানিয়েছেন এ কনসার্টে অংশ নিতে চান না তিনি।
আজ মঙ্গলবার নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, ‘এই দেশ নয়, ওই দেশ নয়- শুধু মেড ইন বাংলাদেশি শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প্যালেস্টাইনে বেদনাবিধুর পরিণতির কারণে শুক্রবার অর্থাৎ ১১ এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ই এপ্রিল নেওয়া হয়েছিল। গতকাল (সোমবার) উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।’
বিজ্ঞাপন
এরপর লিখেছেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে আমি একটা বিষয় সবসময় লক্ষ্য করেছি- যে কোনোকিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব না। শিল্পী মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি।’
আসিফ আরও লেখেন, ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট আমাদের শিল্পীদের জন্য আশা জাগানিয়া একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছিল। স্থগিত হয়ে যাওয়ার কারনে শিল্পী মিউজিশিয়ান সাউন্ড লাইট স্টেজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত সবাই আবারও নিরাপত্তাহীনতার আরেকটা নজির প্রত্যক্ষ করল, কোটি মানুষ যে কনসার্টের অপেক্ষায় ছিল- তারাও বঞ্চিত হলো।’
তার কথায়, ‘আমি ব্যক্তিগতভাবে হতাশ, আমার টিমকে বলে দিয়েছি বাংলাদেশের অভ্যন্তরে কনসার্ট আমাদের জন্য আসলে অধরাই রয়ে গেল। সারা পৃথিবী চলবে, শুধু বাংলাদেশের শিল্পীরা আশায় আশায় বেঁচে থাকবে- সেটা হবে না।’
সবশেষে গায়ক লিখেছেন, ‘সবার আগে বাংলাদেশ কনসার্টের জন্য আবারও একটা ডেট হবে, কনসার্টও হবে- তবে আমি আর থাকতে চাই না। আমি শিল্পী, এটা আমার আয় রোজগারের জায়গা। এই জায়গাটা আবারও সিদ্ধান্তের খড়গে পড়ে আরও যেন অনিশ্চিত না হয়ে যায়! যথেষ্ট হয়েছে। এগিয়ে যাক সবার আগে বাংলাদেশ কনসার্ট- শুভকামনা রইলো। আমি রূপকথার সেই অন্ধ রাজকুমারের মত আগের জায়গাতেই থাকি।’

