সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চুপিসারে যে সিনেমার কাজ সারছেন মোশারফ করিম 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পিএম

শেয়ার করুন:

চুপিসারে যে সিনেমার কাজ সারছেন মোশারর করিম 

ঈদে মোশাররফ চক্করে আটকা পড়েছেন দর্শক। ছবিতে তার অভিনয় হলে টানছে সিনেমাপ্রেমীদের। এরইমধ্যে এলো নতুন খবর। চুপিচুপি আরও একটি সিনেমার কাজ শেষ করেছেন অভিনেতা। ছবির নাম ‘কুরবাবু’ । 

সরকারি অনুদানের এ ছবিতে ‘ইব্রাহিম বক্স’ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ। এটি নির্মাণ করা হয়েছে শাহাদুজ্জামানের ‘ইব্রাহিম বক্সের সার্কাস’ গল্প অবলম্বনে। ছবির শুটিং শেষের দিকে।


বিজ্ঞাপন


ছবিটি নিয়ে পরিচালক  নূর ইমরান সংবাদমাধ্যমকে বলেন, ‘আর মাত্র এক দিনের শুটিং করলেই আমাদের ছবির শুটিং পুরোপুরি শেষ হবে। গত বছর আমরা এই ছবির শুটিং শুরু করেছিলাম। আমরা চেয়েছিলাম, চুপচাপ কাজটা শেষ করতে। যেভাবে পরিকল্পনা ছিল ঠিক সেভাবেই এগিয়েছি।’

এর আগে দুটি সিনেমা নির্মাণ করেছেন নূর ইমরান। সেগুলো হলো ‘কমলা রকেট’ ও ‘পাতালঘর’। ‘কুরবাবু’ পরিচালকের তৃতীয় সিনেমা। 

এদিকে প্রেক্ষাগৃহে চলমান মোশাররফ অভিনীত ‘চক্কর’ সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন। সরকারি অনুদানের এ ছবিতে আরও অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, মৌসুমী নাগ প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর