বুধবার, ২ এপ্রিল, ২০২৫, ঢাকা

পুলিশের হাতে আফরান নিশো!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ০৬:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

আসন্ন ঈদে অভিনেতা আফরান নিশো অভিনীত মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘দাগি’র টিজার ও গানে মুগ্ধ দর্শকেরা। তার অভিনীত সিনেমা প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছেন ভক্ত-অনুরাগীরা। এরইমধ্যে আজ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এই অভিনেতা। খবরটি প্রকাশের পর নিশো ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নেটদুনিয়ায় রীতিমত হইচই শুরু হয়েছে। সত্যি কি গ্রেফতার হয়েছেন এই অভিনেতা?

শিহাব শাহীনের যত্নে ‘দাগি’তে ফেরার মতো ফিরছে ‘সুড়ঙ্গ’ জুটি


বিজ্ঞাপন


ঘাবড়ানোর কিছু নেই। লম্বা চুল, মুখ ভর্তি দাড়ি, গায়ে কয়েদির পোশাক, হাতে হাতকড়া আর এই অভিনেতার দুই পাশে দুইজন পুলিশ। এমন রূপে সংবাদ সম্মেলনে হাজির হয়ে চমকে দিয়েছেন। এরপর মঞ্চে নির্মাতা শিহাব শাহীন হাতকড়া খুলে নিশোকে তার আসনে বসান।  

486829060_665775912568783_4862169204896761386_n

নিশোকে দেখে দর্শকরা মনে করছেন, সিনেমাপ্রেমিদের হলে টানতে আটঘাট বেঁধে মাঠে নেমেছে ‘দাগি’র টিম। আজ দুপুরে সিনেমা মুক্তির আগে সংবাদ সম্মেলনে তার ঝলক দেখালেন এই অভিনেতা। 

সিনেমার দুই নায়িকা তমা মির্জা, সুনেরাহ বিনতে কামালসহ প্রযোজকরা এই সংবাদ সম্মেলনে হাজির হয়েছেন।  


বিজ্ঞাপন


তবে কি ‘বরবাদ’-এর উপযুক্ত প্রতিপক্ষ হয়ে দাঁড়াল ‘দাগি’

বলে রাখা ভালো, সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন