রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সুশান্তের মৃত্যু মামলা থেকে মুক্তি পেলেন রিয়া, পূজা দিলেন মন্দিরে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

সুশান্তের মৃত্যু মামলা থেকে মুক্তি পেলেন রিয়া, পূজা দিলেন মন্দিরে

প্রেমিক সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু এক রাতের মধ্যেই বদলে দিয়েছিল বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর  জীবন। এক মুহূর্তের মধ্যে নেটদুনিয়ার চোখে ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন তিনি। গতকাল রবিবার ২৩ মার্চ আদলতে অভিনেতার মৃত্যুরহস্যের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সিবিআই। জানা গেছে আত্মহত্যা করেছিলেন তিনি।

জট খুলল সুশান্তের মৃত্যুর রহস্যের


বিজ্ঞাপন


ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  (সিবিআই) কর্মকর্তারা জানিয়েছে সুশান্তকে হত্যা করা হয়নি বরং তিনি আত্নহত্যা করেছিলেন। কিন্তু অভিনেতার পরিবারের দাবির প্রেক্ষিতে পুনরায় তদন্ত শুরু করে পুলিশ প্রশাসন। এর আগে অভিনেতার বোনের অভিযোগে ২৭ দিন কারাগারে কাটাতে হয়েছিল বলিউড অভিনেত্রী।

rhea-ezgif.com-webp-to-jpg-converter

অভিনেতার আকস্মিক মৃত্যুর ঘটনায় নিজেও ভেঙে পড়েছিল রিয়া। তবে সমালোচক এবং সুশান্তের পরিবারের চাপে মানসিক ভাবেও ভেঙে পড়েন অভিনেত্রী। অনেক বলিউড তারকাও আঙুল তুলেছিল অভিনেত্রীর দিকে। দীর্ঘ ৫ বছর পর তদন্ত শেষে জানা গেছে আত্মহত্যা করেছিলে অভিনেতা। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর হত্যার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন অভিনেত্রী। 

rheah-ezgif.com-webp-to-jpg-converter


বিজ্ঞাপন


এদিকে জীবনের কালো অধ্যায় কাটিয়ে স্বাভাবিক জীবনের ফেরার অপেক্ষায় তিনি। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আজ সোমবার পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজোও দিয়েছেন। মন্দির চত্বরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। তবে মামলার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। 

সুশান্তকে হত্যা করা হয়েছে, কার নাম সামনে আনলেন সালমানের প্রাক্তন?

অভিনেত্রীর ভাই শৌভিক ইন্সটাগ্রাম এক পোস্টে লিখেছেন, ‘সত্যের জয় হয়েছে।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর