২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস দিবস উপলক্ষ করে প্রয়াত লাকি আখান্দের সুরে একটি দেশের গান নিয়ে আসছেন কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। তার সঙ্গে আরও আছেন শিল্পী সাঈদা শম্পা। গানটির শিরোনাম ‘দেখেছি সে তোমাকে’। এটি লিখেছেন গোলাম মোর্শেদ। গানটির সঙ্গীতায়োজন করেছেন মানাম আহমেদ। ২৪ শে মার্চ ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হবে।
গানটির গীতিকার গোলাম মোর্শেদ বলেন, ‘ব্রিটিশ শাসনের আমল থেকে বাংলাদেশের স্বাধীনতা সময় পর্যন্ত বাঙালি সত্ত্বা প্রতিষ্ঠার আন্দোলনে, কেবল মাত্র বাংলাকে ভালবেসে জীবনকে উৎসর্গ করেছেন যারা, তাদের নিয়ে এই গান।’
বিজ্ঞাপন
ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘‘যখন শুনেছি গানটি লাকি আখান্দের সুরে তখন আর না করতে পারিনি। পরে গানটির কথা ও সুর শুনে দারুণ মুগ্ধ হয়েছি। অনেকদিন পর এমন একটি দেশের গান করতে পেরে ভালো লাগছে। অনেকেই হয়তো জানে না আমার কালজয়ী গান ‘আগে যদি জানতাম, ‘মন ফিওে চাইতাম’ গানটিও লাকি আখন্দের সুরের গান। এ জন্য বরাবরই তার সুরের প্রতি আমার মুগ্ধতা অন্যরকম।’’
শম্পা বলেন, ‘এমন খ্যাতিমান ভারী ভারী মানুষদের সম্মিলনে তৈরী গানটিতে সক্রিয় ভাবে সম্পৃক্ত হতে পেরে আমি নিজে অনেক সম্মানিত বোধ করছি, শুধু সেটা নয়, স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি সেটা পরখ করতে নিজের শরীরে নিজে চিমটি কেটে দেখার মতো অবস্থা হয়েছিলো। আনন্দের মাত্রা ছিলো ঠিক তেমনি, আমার জন্য।’