শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

রক ফেস্টে মঞ্চ মাতালো ৮ ব্যান্ড  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০২২, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

রক ফেস্টে মঞ্চ মাতালো ৮ ব্যান্ড  

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজন করেছিল ‘জেসিআই রক ফেস্ট ২০২২’। এতে পারফর্ম করেছে দেশের জনপ্রিয় ৮টি রক ব্যান্ড। শুক্রবার (১০ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে অনুষ্ঠিত হয় এই কনসার্ট।

এই মিলনমেলার প্রথম ভাগে মঞ্চে ওঠে দৃক, ম্যাকানিক্স ও তীরন্দাজ। এরপর একে একে দেশের টপ ব্যান্ড অ্যাভয়েড রাফা, মাইলস, ওয়ারফেজ ও শিরোনামহীনের পরিবেশনা মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করেন উপস্থিত দর্শকরা।


বিজ্ঞাপন


রাত ১১টায় আর্টসেলের গান দিয়ে পর্দা নামে জেসিআই বাংলাদেশ রক ফেস্ট ২০২২-এর। প্রত্যেক ব্যান্ড তাদের জনপ্রিয় ৫টি করে গান পরিবেশন করে।

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘তরুণ শক্তিকে এক করে দেশের উন্নয়ন করার উদ্দেশ্যেই আমরা এগিয়ে চলছি। জেসিআই বাংলাদেশের এই রক কনসার্ট সংগীতের সুরের মূর্ছনায় তরুণদের আরও উজ্জীবিত করবে বলে আমাদের বিশ্বাস। দর্শকদের ব্যাপক সাড়ায় আমরা মুগ্ধ।’

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সমাজ গঠনে যুবসম্প্রদায়কে একতাবদ্ধ করতে এই কনসার্টের আয়োজন করা হয়েছে বলে এ সময় জানান তিনি।

আরআর  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর