দেশের ইসলামী সাংস্কৃতির অন্যতম পথিকৃৎ সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি ছিলেন অন্তবর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে তিনি বলেন, ‘ধর্ম বিশ্বাস নিয়ে বিভাজন নয় , পরস্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ গড়তে চায় সরকার।’
ইফতার মাহফিলে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘বাঙালি সংস্কৃতির অজুহাত দেখিয়ে ইসলামী সংস্কৃতিকে বিভাজন করা হয়েছিলো, যার কারণেই ৫ আগস্ট হয়েছে। সব ধর্ম, সমাজ, বিশ্বাসকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি এদেশেরই অংশ। কারো ধর্ম বিশ্বাস নিয়ে বিভাজন নয়, পরস্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ বিনির্মাণ করতে চায় সরকার।’
বিজ্ঞাপন
সাইমুমের পরিচালক শিল্পী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠটির সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইন। প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাইমুমের সাবেক ও বর্তমান শিল্পী, কবি, নাট্যকার, অভিনেতা, গীতিকার ও সুরকার।
ফারুকী উপদেষ্টা, উচ্ছ্বসিত তিশা
ইফতার মাহফিল থেকে প্রতিষ্ঠাতা পরিচালক প্রয়াত কবি মতিউর রহমাম মল্লিক, সাবেক সভাপতি কবি আসাদ বিন হাফিজসহ প্রয়াত সব শিল্পীকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পাশাপাশি ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়।
ইএইচ/