শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

দোলের আনন্দে মেতেছেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

দোলের আনন্দে মেতেছেন কোয়েল মল্লিক

রঙের উৎসব দোল পূর্ণিমা মানেই আনন্দ, উচ্ছ্বাস আর প্রাণখোলা হাসিতে একে অন্যকে রাঙিয়ে দেওয়া। রঙ খেলায় মেতেছে আট থেকে আশি। এই উৎসবের আনন্দ থেকে বাদ যাননি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক।

484569058_18396649897105705_4597433925223807902_n  
আজ শুক্রবার (১৪ মার্চ) ব্যাপক আনন্দ ও উৎসাহের সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে দোল উৎসব। সোশ্যাল মিডিয়াতে টলিউড নায়িকা রঙ উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন তার ভক্তদের উদ্দেশে। যেখানে দেখা গেছে, সাদা সালোয়ার আর হাতে আছে লাল, নীল রঙের আবির। গা ভর্তি রঙ, মুখে উজ্জ্বল হাসি; যেন পুরো দোল উৎসবের প্রাণ হয়ে উঠেছেন অভিনেত্রী। 


বিজ্ঞাপন


ছবির ক্য়াপশনে তিনি লিখেছেন, ‘শুভ দোল পূর্ণিমা, হ্যাপি হোলি।’ লেখার পাশে দুইটা ইমোজি দিয়ে অনুরাগীদের হোলির উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন তিনি। 

483967092_18396649885105705_3454028000238952985_n
 
অভিনেত্রীর মিষ্টি মুহূর্তের ছবি দেখে মুগ্ধ তার অনুসারীরা। অনেকেই মন্ত্যবের ঘরে শুভেচ্ছা জানিয়েছেন। ভুলে যাননি নায়িকার প্রশংসা করতে। এক অনুরাগী লিখেছেন, ‘কোয়েল মল্লিক আমার প্রিয় নায়িকা,যার প্রতিটা ছবি দেখেছি।’ অন্য একজন লিখেছেন, ‘সাদা ড্রেসে অনেক সুন্দর লাগছে টলিউডের লেডি সুপারস্টারকে।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর