দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না একরত্তি শিশুও। প্রতিবাদে সরব দেশবাসী। ঢেউ লেগেছে বিনোদন অঙ্গনেও। সংগীতশিল্পী সুমন কল্যাণ প্রকাশ করেছেন ধর্ষণ বিরোধী গান ‘ফাইট এগেইনেস্ট রেইপ’।
অপমান করেছ, লাঞ্চিত করেছ, নিপীড়ন করেছ গায়, দলিত করেছ, মথিত করেছ, দুটো হাত দুটো পায়। এমন কথায় গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী। কণ্ঠের পাশাপাশি সুর ও সংগীত সুমন কল্যাণ নিজেই করেছেন।
বিজ্ঞাপন
গানটি নিয়ে সুমন কল্যাণ বলেন, ‘দেশে আশঙ্কাজনকভাবে ধর্ষণ বেড়েছে। আশ্চর্যের বিষয় হলো শিশুও রেহাই পাচ্ছে না এই পাশবিকতা থেকে। এ অবস্থায় চুপ করে থাকা যায় না। একজন শিল্পীর সমাজের অবক্ষয়ের বিরুদ্ধে কথার বলার যে দায়বদ্ধতা ওই জায়গা থেকে আম ও গানটির গীতিকার সায়েম ভাই সরব হয়েছি।’
‘ফাইট এগেইনেস্ট রেইপ’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে সুমন কল্যাণের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ডি স্টেশন থেকে। সচেতন নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে গানটি।