গত বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল বউ পাগল দুলু মিয়ার গল্প ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। মুক্তির চার মাস পর টিভিতে প্রিমিয়ার হতে যাচ্ছে ছবিটির।
বিজ্ঞাপন
চ্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রতি ঈদেই দেশের নতুন সিনেমাগুলো নিয়ে টিভি প্রিমিয়ারের আয়োজন করা হয়। এবারও বেশ কয়েকটি সিনেমার সাথে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে 'দরদ' সিনেমার।
সিনেমাটি দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন সকাল সোয়া ১০টায় চ্যানেল আইয়ের পর্দায়। এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
বিজ্ঞাপন
বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তিকে খুন হতে দেখা গেছে ছবির চিত্রনাট্যে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ করা হয় আটোরিকশা চালক দুলু মিয়াকে। নির্মাতা বলেন, ‘প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার চিত্র দেখানো হয়েছে।’
নির্মাতা অনন্য মামুন ছবিটিকে প্যান ইন্ডিয়ার সিনেমা বললেনও , কেবল কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি।
এর আগে গত জানুয়ারিতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও মুক্তি পায়েছিল ‘দরদ’।
ইএইচ/