বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রীকে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন কারিনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

‘সেক্স এডুকেশন’-এর অভিনেত্রীকে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে যা বললেন কারিনা 

সাহসী চরিত্রে অভিনয়ের জন্য আলাদা পরিচিতি আছে ‘সেক্স এডুকেশন’খ্যাত হলিউড তারকা জিলিয়ান অ্যান্ডারসনের। অন্যদিকে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে একেবারেই নারাজ বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এবার মুখোমুখি হয়েছিলেন দুজন। সেখানে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যসহ নানা প্রসঙ্গে কারিনা কথা বলেন জিলিয়ানের সঙ্গে।

শুরুতেই জিলিয়ান বলেন, ‘আমি জানি, এর আগেও বলেছেন যে আপনি ঘনিষ্ঠ দৃশ্য করতে খুব একটা আগ্রহী নন। তবে আমার ভাবনা আবার অন্য। আমারও মনে হয়, এমন অনেক কিছু আছে, যা করতে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করব না। কিন্তু চরিত্রের খাতিরে তো অনেক সময় এমন কিছু করতে হয়, যা আমরা করতে পছন্দ করি না। তাই আমি জানতে চাই, আপনি এ ক্ষেত্রে কত দূর পর্যন্ত সীমা বেঁধে রেখেছেন?’


বিজ্ঞাপন


gillian-anderson-eny16ri20uycujhd

কারিনা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, যৌনতা গল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ নয়। এটা এমন কিছু নয়, যা গল্পের মধ্যে আমূল কিছু পরিবর্তন আনে বা এটা দেখানো খুবই প্রয়োজনীয়। আমি হয়তো পর্দায় এটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব না। আমি কখনো এটা করিনি। আমরা যৌনতাকে মানবিক অভিজ্ঞতা হিসেবে দেখি না।’

কারিনা যোগ করেন, ‘আপনারা এ বিষয়কে যতটা মুক্ত মনে খোলামেলাভাবে গ্রহণ করতে পারেন, আমরা তা পারি না। আমরা এখনো ওভাবে গল্প বলতে পারি না।’

not-possible-to-last-22-years-in-a-career-if-theres-no-pressure-to-deliver-says-kareena-001


বিজ্ঞাপন


কারিনার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিংহাম এগেইন’। এতে তার বিপরীতে ছিলেন অজয় দেবগন। আরও অভিনয় করেছেন অর্জুন কাপুর, টাইগার শ্রফ ও রণবীর সিং, দীপিকা পাড়ুকোন প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর