মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

গ্রেফতার অভিনেত্রীর বাড়িতে কোটি কোটি রুপির সোনা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

loading/img

সপ্তাহ খানেক আগে স্বর্ণ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ভারতের কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। দুবাই থেকে আটক করা হয় তাকে। এবার তার বাড়ি গিয়ে চোখ কপালে ভারতীয় পুলিশের। কোটি কোটি রুপির সোনার সন্ধান পাওয়া গেছে অভিনেত্রীর ঘরে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৪ কেজিরও বেশি ২৪ ক্যারেট সোনা উদ্ধার করা হয় অভিনেত্রীর কাছ থেকে। যার মূল্য ১ কোটিরও বেশি। এরপর তার বাড়ি থেকে উদ্ধার হয় ২ কোটি ৬৭ লক্ষ রুপি এবং ২ কোটির বেশি মূল্যের সোনা। তবে সেসব অর্থ ও স্বর্ণের রসিদ বা উৎসের কথা জানাতে পারেননি রান্যা।


বিজ্ঞাপন


এদিকে এ  রান্যা গ্রেফতারের পর মুখ খুলেছেন তার বাবা ডক্টর কে রামচন্দ্র রাও। তিনি দাবি করেছেন মেয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার। রামচন্দ্রের ভাষ্য, “মেয়ে বা তার স্বামী কী ব্যবসা করেন, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। যা ঘটেছে, তা আমাদের বড় ধাক্কা দিয়েছে। আমরা খুবই হতাশ। তবে আইন আইনের পথেই চলবে।”

গেল ৩ মার্চ রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।

জানা গেছে, অভিনেত্রীর সঙ্গে ১৪.৮ কেজি স্বর্ণ ছিল। হাতেনাতে ধরা পড়ায় ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই গ্রেফতার দেখানো হয় অভিনেত্রীকে। 

আগে থেকেই ডিআরআইয়ের সন্দেহের তালিকায় ছিলেন অভিনেত্রী। এর একমাত্র কারণ ঘন ঘন বিদেশ যাত্রা। গত ১৫ দিনে চারবার দুবাই যাতায়াত করেন তিনি। যার ফলে সন্দেহ আরও দৃঢ় হয়। 

বলে রাখা ভালো, কন্নড় সিনেমার জনপ্রিয় মুখ রান্যা। তার একাধিক সিনেমা হয়েছে সমাদৃত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub