দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না একরত্তি শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এবার ওই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামলেন নাট্য নির্মাতারা।
নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড আজ বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় ধর্ষণের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিমসহ উপস্থিত শিল্পী ও নির্মাতারা।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে বলা হয়, ‘নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
আরও বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনায় মাত্র আট বছর বয়সী শিশু আছিয়া নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়, যা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনা প্রমাণ করে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নারীরা নিরাপদ নয়।’
বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান—এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’
ডিরেক্টরস গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক বলেন, ‘দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে, শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপত্তা চাই।’
বিজ্ঞাপন
এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্ত প্রমুখ।