মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নাট্য নির্মাতারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নাট্য নির্মাতারা

দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না একরত্তি শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এবার ওই ধর্ষণের বিরুদ্ধে রাস্তায় নামলেন নাট্য নির্মাতারা। 

নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড আজ বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এ সময় ধর্ষণের ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দাবি করেন গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিমসহ উপস্থিত শিল্পী ও নির্মাতারা। 


বিজ্ঞাপন


এ প্রসঙ্গে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে বলা হয়, ‘নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

আরও বলা হয়, ‘সাম্প্রতিক ঘটনায় মাত্র আট বছর বয়সী শিশু আছিয়া নৃশংসভাবে ধর্ষণের শিকার হয়, যা জাতির বিবেককে নাড়া দিয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনা প্রমাণ করে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নারীরা নিরাপদ নয়।’

বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দেশ ও জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান—এসব অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’

ডিরেক্টরস গিল্ডের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক বলেন, ‘দেশে এখন যা চলছে তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে, শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপত্তা চাই।’


বিজ্ঞাপন


এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দিন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্ত প্রমুখ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর