১৯৫৪ সাল থেকে প্রতিবছর বলিউডের অভিনয় শিল্পী, নির্মাতা, কলাকুশলীদের পুরস্কার দিয়ে আসছে ফিল্মফেয়ার। গত কয়েক বছরে ধরে বলিউড ছাড়াও পুরস্কার দেওয়া হচ্ছে অন্যান্য ইন্ডাস্ট্রির শিল্পীদের। ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’-এর মাধ্যমে বাংলা সিনেমাকেও স্বীকৃতি দেওয়া হচ্ছে। এ বছর আসরটি অনুষ্ঠিত হবে কলকাতায়, ১৮ মার্চ।
এবারের আসরে তার ব্যতিক্রম নয়। ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরা শিল্পীদের। সাম্প্রতিক বছর গুলোতে টলিউডে বাংলাদেশের অভিনয়শিল্পীরা নিয়মিত কাজ করছেন। সেই সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা পেয়েছেন দেশের তিন অভিনয় শিল্পী।
বিজ্ঞাপন
জয়ার ‘নকশী কাঁথার জমিন’-এ মুগ্ধ আনু মুহাম্মদ
গতকাল বিকেলে প্রকাশিত ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ ২০২৫-এর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। জেনে নেওয়া যাক, কে কোন সিনেমার জন্য মনোনয়ন পেলেন।
জয়া আহসান
২০১৩ সালে পরিচালক অরিন্দম শীলের হাত ধরে ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে টালিউডে কাজ শুরু করেন জয়া আহসান। এ পর্যন্ত অভিনয় করেছেন ১৮টি সিনেমায়। চারবার ঘরে তুলেছেন ফিল্মফেয়ার পুরস্কার। এবারের ফিল্মফেয়ার আসরে ‘বহুরূপী’ সিনেমার জন্য মনোনয়ন পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে।
বিজ্ঞাপন
গত বছর ‘অর্ধাঙ্গিনী’র জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার ঘরে তুলেছিলেন অভিনেত্রী।
চঞ্চল চৌধুরী
দর্শকপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর টালিউডে যাত্রা শুরু হয় প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’য়ে অভিনয় দিয়ে। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই সিনেমায় অভিনয়ের সুবাদে এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস সেরা অভিনেতা সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। তবে মূল বিভাগে জায়গা হয়নি তার।
মোশাররফ করিম
ছোটপর্দা ও ওয়েব ফিল্মে অভিনয়ের জন্য বাংলা ভাষাভাষীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা মোশাররফ করিম। গত বছর ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ সিনেমায় কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামল চরিত্রে অভিনয় করেন তিনি। এ চলচ্চিত্রে মূখ্য চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওডার্স সেরা অভিনেতা সমালোচক বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ।
এ বিভাগে মোশাররফ, চঞ্চলের সঙ্গে আরও আছেন আবির চট্টোপাধ্যায় (বাদামি হায়েনার কবলে), অঞ্জন দত্ত (চালচিত্র এখন), চন্দন সেন (মানিকবাবুর মেঘ) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (বেলাইন)।