মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

মারা গেছেন ‘হ্যারি পটার’ অভিনেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১০:৩৫ এএম

শেয়ার করুন:

loading/img

‘হ্যারি পটার’ সিনেমার অভিনেতা সাইমন ফিশার-বেকার মারা গেছেন। রোববার (৯ মার্চ) তার মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ম্যানেজার জাফরি ম্যানেজমেন্টের কিম ব্যারি। 

‘হ্যারি পটার’ মূলত ব্রিটিশ লেখিকা জে কে রাউলিং রচিত সাত খন্ডের জনপ্রিয় উপন্যাস। তার লেখা অবলম্বনে নির্মিত সিরিজ সিনেমাটি। 


বিজ্ঞাপন


Simon-Fisher-Becker

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ম্যানেজার কিম ব্যারি এক বিবৃতিতে বলেছেন, আজ আমি কেবল একজন সাইমন ফিশার-বেকার বা ক্লায়েন্টকে হারালাম না। বরং দীর্ঘ ১৫ বছরের ঘনিষ্ঠ বন্ধুকেও হারালাম।

তিনি আরও লিখেছেন, বিবিসির ‘ডক্টর হো’তে ডোরিয়াম মলডোভারের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার সময় তাকে ফোন করেছিলাম আমি। যা কখনো ভুলব না। তিনি একজন লেখক, রচয়িতা ও একজন দুর্দান্ত পাবলিক স্পিকারও ছিলেন। আমাকে অনেক সাহায্য করেছেন এবং তিনি সবার প্রতি বিনয়ী ছিলেন বলেও জানিয়েছেন কিম ব্যারি।

485be21ad8ab495603cf2e33dd702f79_(1)


বিজ্ঞাপন


সাইমন ২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সর্সারার্স স্টোন’ সিনেমায় হাফলপাফ হাউজের আবাসিক ভূতের চরিত্রে অভিনায়ের জন্য ব্যপক জনপ্রিয়তা অর্জন করেন।

‘হ্যারি পটার’ ছাড়াও অভিনয় করেছেন ‘ডক্টর হো’-র ৫ম ও ৬ষ্ঠ সিরিজে ডোরিয়াম মালডোভারের চরিত্রে। 

Simon-Fisher-Becker-d47c0c94d70fed8a36d6ee9c4d4d9307

এছাড়া কাজ করেছেন বিবিসির হিট সিরিজ ‘পাপি লাভ’র পাশাপাশি ‘ওয়ান ফুট ইন দ্য গ্রে’ , ‘দ্য বিল’, ‘লাভ স্যুপ’ ও ‘আফটার লাইফ’সহ কয়েকটি ব্রিটিশ ক্লাসিক সিরিজেও অভিনয় করেছেন। ২০১২ সালের অস্কারজয়ী সিনেমা ‘লেস মিজারেবলস’ সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেতা। 

ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub