বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

পবিত্র রমজানে কাশ্মিরে অশ্লীল ফ্যাশন শো ঘিরে বিতর্কের ঝড়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

শেয়ার করুন:

পবিত্র রমজানে গুলমার্গে অশ্লীল ফ্যাশন শো ঘিরে বিতর্কের ঝড়

চলছে রহমত, মাগফেরাত আর নাজাতের মাস মাহে রমজান। রোজা ইসলামের মৌলিক ইবাদতের মধ্যে অন্যতম এবং এই কারণে সারা বিশ্বের মুসলিমরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রোজা পালন করে থাকেন।

রমজানের মধ্যে ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে আয়োজন করা হয়েছে অশ্লীল ফ্যাশন শো। ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ফ্যাশন শো-কে ঘিরে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


বিজ্ঞাপন


Screenshot_2025-03-10_173603

ঘটনাটি ঘটেছে গুলমার্গের স্কি রিসোর্টে। এই ফ্যাশন শোকে কেন্দ্র জম্মু ও কাশ্মিরের রাজনৈতিক ও ধর্মীয় মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে অর্ধ-নগ্ন পুরুষ ও নারীদের পাতলা পোশাক পরে র‍্যাম্পে হাঁটতে দেখা গেছে। সমালোচকরা বলছেন, এই ধরনের অনুষ্ঠানের আয়োজন রাজ্যের সাংস্কৃতিক মূল্যবোধকে ধ্বংস করেছে।

সংবাদমাধ্যমটি বলছে, পবিত্র রমজান মাসে জম্মু ও কাশ্মিরে আয়োজিত ফ্যাশন শো-কে অশ্লীলতার জন্য চিহ্নিত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, এই ধরনের ইভেন্ট আয়োজন করায় তিনি জনগণের ক্ষোভ এবং আঘাত বুঝতে পেরেছেন।

tck44rpg_gulmarg-fashion-show_625x300_10_March_25-ezgif.com-avif-to-jpg-converter
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।


বিজ্ঞাপন


মুখ্যমন্ত্রী ওমর জম্মু ও কাশ্মীরের সিনিয়র ধর্মগুরু মিরওয়াইজ উমর ফারুকের একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, “এই ধরনের অনুষ্ঠানের কারণে জনগণ ক্ষোভ প্রকাশ করছে এবং তারা যে আঘাত পেয়েছেন তা সম্পূর্ণরূপে বোধগম্য। আমি যে ছবিগুলো দেখেছি তাতে স্থানীয় সংবেদনশীলতার প্রতি সম্পূর্ণ অবজ্ঞা দেখানো হয়েছে এবং তা এই পবিত্র মাসে।”

ffere

শ্রীনগরের জামে মসজিদের প্রধান খতিব এবং কাশ্মিরের স্বাধীনতাকামী গোষ্ঠী হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান উমর ফারুক এই ধরনের ফ্যাশন শোয়ের আয়োজনকে অপমানজনক বলে আখ্যায়িত করেছেন। হুশিয়ার দিয়েছেন পর্যটন প্রচারের নামে অশ্লীলতা সহ্য করা হবে না।

সমাজকর্মী রাজা মুজাফফর ভাট বলেন, এই অনুষ্ঠানটি কাশ্মিরের নৈতিক ও নীতিগত মূল্যবোধ ধ্বংস করার একটি প্রচেষ্টা। 

Screenshot_2025-03-10_173441

অনলাইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “পবিত্র রমজানে গুলমার্গে এই নগ্ন ফ্যাশন শো আয়োজনের অনুমতি কে দিয়েছে? অর্ধনগ্ন পুরুষ ও নারীরা তুষারের ওপর হাঁটছে। পর্যটন বিভাগ, সিইও জিডিএ কি এই দিকে নজর দেবেন? কেন আপনারা আমাদের নৈতিক, নীতিগত, সাংস্কৃতিক এবং ধর্মীয় মূল্যবোধ ধ্বংস করছেন?”

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর