গত বছরের শেষ দিকে পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল। সাম্প্রতিক সময়ে বলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ৩৭ বছরের বিয়ে সম্পর্ক ভাঙছে অভিনেতা গোবিন্দর।
একসময়ের ব্যস্ত অভিনেতাকে বলিউড থেকে মুছে দিতে খুন করার চেষ্টা করা হয়েছিল। গণমাধ্যমকে দেওয়া এক স্বাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন গোবিন্দ। আপনিও জানলে অবাক হবে কে খুন করতে চেয়েছিল এই অভিনেতাকে।
বিজ্ঞাপন
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বলিউড তার জনপ্রিয়তা সহ্য করতে পারছিল না। কারণ হিসাবে তার যুক্তি, “কম লেখাপড়া জানা অশিক্ষিত ছেলেটা শিক্ষিতদের সমাজে ঢুকে পড়েছিল। দারুণ প্রতিযোগিতা চলছিল তাদের সঙ্গে। কেউ মেনে নিতে পারেনি তাই গুন্ডা দিয়ে আমাকে খুনের চেষ্টা হয়েছিল।”
তিনি আরও জানিয়েছেন, একটা সময় বা়ড়ির বাইরে অপরিচিত লোকের ভিড় লেগে থাকত। সাধারণ মানুষদের সঙ্গে মিশে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকত অপরাধীরা। প্রাণ বাঁচাতে বিনোদন দুনিয়া ছেড়ে রাজনীতিতে আসতে বাধ্য হয়েছেন বর্ষীয়ান অভিনেতা।
বিজ্ঞাপন
কে বা কারা তাকে খুন করতে চেয়েছিলেন? এমন প্রশ্নে, নাম বলতে রাজি নন অভিনেতা। তিনি যোগ করেন, “এখনও বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত। অভিনয় আমার পেশা। তাই নাম বলতে পারব না।”
নিজের কিছু ভুল সিদ্ধান্ত সম্পর্কে জানতে চাইলে; আফসোসের সূরে বলেন, এক সময় ১০০ কোটি টাকার ছবিতে অভিনয়ের সুযোগ ছেড়েছিলাম। এখন সেই ধারার ছবি বেশি চলছে। অভিনেতা মনে করেন, শিক্ষার অভাবের কারণেই হয়তো এত বড় ভুল করেছেন তিনি।