বাংলা সিনেমার প্লে ব্যাকে এন্ড্রু কিশোর পরবর্তী যুগে একসময় দাপিয়ে বেড়িয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। এরপর নকল গানের প্রতিবাদে দীর্ঘদিন দূরে ছিলেন। বিরতি কাটিয়ে ফেরার পর করেছেন হাতে গোনা কিছু কাজ।
তবে সিনেমার গানে আসিফ আকবরের অনুপস্থিতি ঘুচতে চলেছে। দীর্ঘ বিরতির পর সিনেমায় গাইলেন তিনি। আলোক হাসানের পরিচালনায় টগর সিনেমার টাইটেল গানে মিলবে আসিফের কণ্ঠ।
বিজ্ঞাপন
সিনেমার টাইটেল গানের সঙ্গে ঠোঁট মেলাবেন আদর আজাদ। ‘হবেরে খেলা, কাঁপবে শহর / খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর’- এমন কথার গানটি লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। সুর-সংগীত করেছেন আয়ুষ দাস।
গান প্রসঙ্গে আসিফ আকবর বলেন ‘অনেকদিন পর এমন একটা গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া একটু কষ্টের। তার ওপর এখন বয়স হয়েছে। কিন্তু এরপরও যখন প্রযোজক পরিচালক বলে এটা আপনাকে ছাড়া হবে না, তখন নিজেই অনুভব করি আসলেই তো! আমি নিজেও গানটি গেয়ে জোশ পেয়েছি।’
এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত টগর সিনেমায় আদর আজাদ ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ। চট্টগ্রামে সিনেমাটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে।
সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।