শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

অর্থ আত্মসাতের অভিযোগে অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১১:০৭ এএম

শেয়ার করুন:

অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানি মডেল নাদিয়ার স্বামী গ্রেপ্তার

পাকিস্তানি জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ৫০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি অভিযোগ ছিল বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।  

প্রতিবেদন বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। ওই ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।


বিজ্ঞাপন


nadia-hussain-19-820x1024

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনার তদন্তে বড় অঙ্কের আর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ‘একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী।

মামলার অভিযোগে বলা হয়েছে, আতিফ ব্যাংকের সিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। এছাড়া বিভিন্ন সময় ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করে কোম্পানির অ্যাকাউন্টেও কারসাজি করেছেন তিনি। জালিয়াতির ঘটনা আড়াল করাতে আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন।

nadia-hussain-3


বিজ্ঞাপন


এর আগে তিনি ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী নাদিয়ার সঙ্গে। এই দম্পতির চার সন্তান রয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর