সপ্তাহ ঘুরে রবিবার আসলেই সিনেমা দেখার জন্য ভিড় জমে কলকাতার হল গুলোতে। তবে ৯ মার্চ ব্যতিক্রম। প্রেক্ষাগৃহ গুলোতে আজ আর সিনেমা প্রদর্শন হচ্ছে না বরং প্রতিটি হল পরিণত হয়েছে মিনি স্টেডিয়ামে। দুপুর দেড়টা থেকে হল গুলোতে ‘চ্যাম্পিয়নস ট্রফি’র ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাসের দ্বিতীয় রবিবার হওয়ায় আজ শিল্পীদের ছুটির দিন। তাই যে যেখানে থেকে পারছে ভারত-নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ উপভোগ করছে। এ তালিকায় আছে জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’র নায়িকা দিব্যাণী মণ্ডল, ‘রাঙামতী তীরন্দাজ’-এর নায়িকা মনীষা মণ্ডল, ‘কথা’র নায়ক সাহেব ভট্টাচার্য, ‘গৃহপ্রবেশ’-এর উষসী রায় এবং ‘অমর সঙ্গী’র নায়ক নীল ভট্টাচার্য। ভারতে চ্যাম্পিয়ন হলে বিরিয়ানি আয়োজনের ব্যস্থা করবেন তারা।
বিজ্ঞাপন
তরুণী চিকিৎসক ধর্ষণ, প্রতিবাদে রাস্তায় রাত কাটালেন টলিউড তারকারা
ধারাবাহিক ‘ফুলকি’র নায়িকা দিব্যাণী বক্সিং চ্যাম্পিয়ন। বাস্তবে কোন খেলা দেখতে ভালোবাসেন? জবাব তিনি বলেন, “অবশ্যই খেলাধুলো ভালবাসি। তা বলে সব যে দেখতে পারি, তেমন নয়। কারণ, সারাক্ষণ শুটিংয়ে ব্যস্ত থাকতে হয়।” রবিবার শুটিং নেই। ছুটির দিনে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হচ্ছে। ফাইনালে নিজের দেশের সমর্থন করি এবং আমার প্রিয় খেলোয়া়ড় রোহিত শর্মা। তখনি পরিবারের সদস্যদের চিৎকার দেশ জিতলে বাড়িতে উদ্যাপন হবে।”
প্রথমবার ধারাবাহিকে অভিনয় করছেন মুর্শিদাবাদের মেয়ে মনীষা মণ্ডল ‘রাঙামতী তীরন্দাজ’সিরিয়ালে। ইতিমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। বাস্তবে খেলা দেখেন কিনা জানতে চাইলে? উত্তরে বলেন, “অবশ্যই দেখি। খেলা দেখতে ভাল লাগে।” ফাইনাল খেলা দেখবেন? “হ্যা, তবে প্রেক্ষাগৃহে নয়, বাড়িতে বসে খেলা উপভোগ করবো। হাতে থাকবে চিপ্স। দেশ জিতলে রাতেই বিরিয়ানি আনিয়ে খাবেন!”
বিজ্ঞাপন
খেলা দেখার উন্মাদনা থাকলেও ব্যতিক্রম আছেন।সাহেব ভট্টাচার্য, অনুপম রায়, স্বস্তিকা দত্ত। সাহেব প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের ছেলে। ফুটবলেই সীমাবদ্ধ তার জগৎ। এছাড়া গায়ক-সুরকার অনুপম রায় জানিয়েছেন, বাড়িতে তেমন কেউ ক্রিকেট খেলা দেখেন না। তিনিও কাজ নিয়ে ব্যস্ত। তাই খেলা দেখা হবে না।
ধারাবাহিক ‘বকুল কথা’র জনপ্রিয় অভিনেত্রী উষসী রায়। এ সিরিয়ালে মহিলা ক্রিকেট খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। শুটিংয়ের সময় সৌরভ গঙ্গোপাধ্যায় উপস্থিত থেকে তাকে ব্যাট ধরতে শিখিয়েছিলেন।
টলিউড অভিনেত্রী শ্রীলা মজুমদার পরলোকে
তিনি জানিয়েছেন, আজ অভিষেক রায়ের ফ্যাশন শো নিয়ে ব্যস্ত থাকবেন। হতাশা কণ্ঠে অভিনেত্রী বলেন, “এত ভালো ভাগ্য করে আমরা আসিনি! ছুটির দিনেও ব্যস্ত থাকতে হয়। তবে যে কাজই করি না কেন, লেখার দেখার চেষ্টা করবো। যাতে একটা মুহূর্তও মিস না করি।”