ভালোবাসা দিবসে অভিনেত্রী ফারিন খানের অপেক্ষা ফুরোনোর কথা ছিল। কিন্তু ভ্যালেন্টাইন ডে চলে গেলেও অপেক্ষার প্রহর কাটেনি অভিনেত্রীর। এখনও অব্যহত আছে। এই অপেক্ষা ‘আজানে’র।
খুলে বলা যাক। ‘আজান’ নামের একটি কাজ করেছেন ফারিন। যেটিকে নিজের ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি বলে মনে করছেন তিনি। আসছে রোজার ঈদে মুক্তি পাবে আজান’।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে ঢাকা মেইলকে ফারিন বলেন, ‘‘খুব অপেক্ষায় আছি। কারণ ‘আজান’ এখন পর্যন্ত আমার সেরা কাজগুলোর একটি। ভালো গল্প, প্রযোজনা সংস্থা, পরিচালকের সমন্বয় ঘটেছে কাজটিতে। প্রত্যেক আর্টিস্ট ক্যারিয়ারে যেরকম প্রজেক্ট চান ‘আজান সেরকম একটি কাজ। সৌভাগ্যবশত আমি পেয়ে গেছি।’’
আরও বলেন, ‘ভালোবাসা দিবসে আসার কথা ছিল। সেসময় সার্বিক পরিস্থিতির কারণে অনেকের ভালো ভালো কাজ আটকে যায়। আমাদেরও মনে হয়েছে সামনে যেহেতু রোজার ঈদের মতো বড় একটি উৎসব তখন মুক্তি দেওয়াই ভালো হবে।’
বিজ্ঞাপন
ব্যস্ততার ফিরিস্তি দিয়ে এ তারকা বলেন, ‘এই মুহূর্তে ঈদের কাজের ব্যস্ততা। মুশফিক আর ফারহান, সোহেল মণ্ডল, পার্থ শেখের সঙ্গে কাজ করলাম। তাছাড়া অনেকের সঙ্গে কাজের পরিকল্পনা চলছে।’
আজকাল ফারিনের সহশিল্পীদের তালিকায় নতুনদের আধিক্য। ব্যাখ্যা দিয়ে বললেন, ‘নতুনদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। কারণ আমিও তো নতুন। অনেক বেশি সিনিয়রদের সঙ্গে কাজ করতে গিয়ে অস্বস্তিতে না ভুগে নতুনদের সঙ্গে স্বস্তিতে যদি কাজ করা যায় সেটির অ্যাচিভমেন্ট অনেক বেশি।’
যোগ করে অভিনেত্রী বলেন, ‘সিনিয়রদের সঙ্গে কাজ করলে পুরোটাই তাদের নামে চলে যায়। ওই জায়গা থেকে একটু চালাকি করে নতুনদের সঙ্গে কাজ করি। যেন মানুষ আমার নামও বলে। তাই বলে যে সিনিয়রদের সঙ্গে করছি না তা না। তাদের সঙ্গেও করছি।’
ঈদে একগুচ্ছ কাজ আসছে ফারিনের। এরমধ্যে অন্যতম ‘ফায়ার ফাইটার। সেটিরও প্রশংসা করে বললেন, ‘‘ফায়ার ফাইটার’ নামের একটি কাজ করেছি। এটিও ‘আজানে’র মতোই। চার দিন ধরে শুটিং করেছিলাম। আমরা ফায়ার স্টেশনে শুটিং করেছি। তারা আমাদের সহযোগিতা করেছেন। সব মিলিয়ে ঈদে আরও বেশকিছু কাজ আসবে।’’