মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫, ঢাকা

বীরের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেমের বিষয়ে যা বললেন মানুষি ছিল্লার 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

বীরের সঙ্গে ঘনিষ্ঠতা, প্রেমের বিষয়ে যা বললেন মানুষি ছিল্লার 

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে প্রায় আলোচনায় থাকেন। সম্প্রতি বলিউড পাড়ায় গুঞ্জন ছড়িয়েছে অভিনেতা বীর পাহাড়িয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে সাবেক এই বিশ্বসুন্দরীর। অক্ষয় কুমারের বিপরীতে ‘স্কাই ফোর্স’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন এ অভিনেতা। 

সম্প্রতি এক সাক্ষৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুলেছেন মানুষি। বীরকে ‘ভাল বন্ধু’ হিসেবেই উল্লেখ করেছেন তিনি। 


বিজ্ঞাপন


Manushi-Chillar-Succes-Story

সাবেক বিশ্বসুন্দরী বলেন, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক ভুল তথ্য লেখা হয়। বান্ধবীদের সঙ্গে বেশি সময় কাটাই বলে এটা মনে করার কোনো কারণ নেই যে আমার পুরুষদের প্রতি কোনো আকর্ষণ নেই। আর কোনো পুরুষের সঙ্গে ঘুরতে বেরনোর অর্থ কি আমরা সম্পর্কে রয়েছি !”

তিনি জানান,  এ সব গুজবের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন অভিনেত্রী। কোনো অভিনেতা এবং অভিনেত্রীকে একসঙ্গে দেখা গেলে তাদের নিয়ে যে গুজব শুরু হয়, তা দেখে তিনি বিস্মিত হন। 

FotoJet


বিজ্ঞাপন


গত বছর জুলাই মাসে অনন্ত অম্বানী এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে  মানুষি এবং বীরের ছবি ভাইরাল হয়। তবে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি অভিনেতার সঙ্গে সম্পর্কে নেই।

অভিনেত্রী যোগ করেন, “বেচারা বীর!এ রকম কোনও ঘটনাই ঘটেনি। ও আমার খুব ভাল বন্ধু। বিয়ের অনুষ্ঠানে কাউকে চিনতাম না। ও আমাকে শুধু সঙ্গ দিয়েছিল। তার বেশি আমাদের মধ্যে কিছু ঘটেনি।”

২০২১ সাল থেকে ব্যবসায়ী নিখিল কামাথের সঙ্গে সম্পর্কে ছিলেন মানুষির। গত বছর এ যুগলের বিচ্ছেদ হয়। অন্য দিকে বীর বলিউডে পা রাখার আগে অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে সম্পর্কে ছিলেন বলে গুঞ্জন আছে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর