বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

কবিতার যোগে শক্তিশালী হয়ে উঠেছে ‘আমলনামা’র ট্রেলার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

কবিতার যোগে শক্তিশালী হয়ে উঠেছে ‘আমলনামা’র ট্রেলার

মধ্যরাতে যে মানুষগুলোকে সাদা পোশাকধারীরা তুলে নিয়ে যায়, যারা আর ফেরে না— তাদের আমলনামা লিখেছেন নির্মাতা রায়হান রাফী। আগামী ১৩ মার্চ মুক্তিপ্রতীক্ষিত ওয়েবফিল্ম ‘আমলনামা’র ট্রেলার গতকাল ৮ মার্চ রাতে প্রকাশ পেয়েছে। 

শুরুটা হয়েছে কামরুজ্জামান কামুর কবিতা দিয়ে। এরপর মধ্যরাতে একজনকে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। নিখোঁজ ব্যক্তির খোঁজ পেতে পরিবারের ছোটাছুটি। কিন্তু কেউ জানে না তার খবর। ট্রেলারে উঠে এসেছে বিষয়গুলো। 


বিজ্ঞাপন


যেকোনো কাজের নমুনা হচ্ছে ট্রেলার। ‘আমলনামা’র ট্রেলার দেখে আঁচ করা গেছে তা। বোঝা গেছে গুম হযওয়া মানুষগুলোর পরিবার কী ঘূর্ণিপাকে পড়ে! আর রাষ্ট্রের নির্ভরযোগ্য জায়গাগুলো যখন বিষয়টি এড়িয়ে যায় তখন ভোগান্তি পোহানো মানুষগুলোর পায়ের তলার মাটিটুকুও সরে যায়। সত্য ঘটনার ওপর নির্মিত আমলনামা’র ট্রেলারে তা স্পষ্ট। 

সম্প্রতি ওয়েব কনটেন্টগুলোর খুবই ইতিবাচক দিক হচ্ছে সাহিত্যের যোগ। ‘আমলনামা’য়ও কবিতার যোগ। কবি কামরুজ্জামান কামুর ‘আমাকে পিছমোড়া করে বাঁধো’ কবিতা থেকে আওড়ানো হয়েছে, ‘আমাকে এবার পিছমোড়া করো, চোখ বেঁধে ফেল প্রভু/ আমি কোনোখানে কোনো মানুষের হৃদয় দেখিনি কভু’। 

কবিতাটি পাতা উল্টিয়ে পড়লে যত না নড়ে যেতে হয় দৃশ্যের সঙ্গে শুনতে ভীষণ শক্তিশালী মনে হয়েছে। পাশাপাশি কবিতার কারণে ট্রেলারটিও মজবুত মনে হয়েছে। কবিতাটি আওড়ানোর পাশাপাশি কবি কামু অভিনয়ও করেছেন এতে। 

ট্রেলারে সবচেয়ে দেখার মতো তমা মির্জার অভিনয়। হারিয়ে যাওয়া স্বামীর জন্য পারভীনরূপী তমার ছোটাছুটি খুব জীবন্ত ছিল। জাহিদ হাসানকে দেখা গেছে ভিন্ন লুকে। গাজী রাকায়েতের মতো গুণী অভিনেতা আছেন। সব মিলিয়ে আন্দাজ করা যায় ট্রেলারে যেটুকু দেখা গেছে ওয়েব ফিল্মটির প্রতি দর্শককে আগ্রহী করতে তা যথেষ্ট।  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর