বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

ধর্ষিতার পাশে দাঁড়ালেন শাকিব খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ০২:১২ পিএম

শেয়ার করুন:

ধর্ষিতা আছিয়ার পাশে দাঁড়ালেন শাকিব খান 

দেশজুড়ে ভয়াবহভাবে বেড়েছে ধর্ষণ। বিভিন্ন বয়সী নারীরা আক্রান্ত হচ্ছেন। বাদ পড়ছে না একরত্তি শিশুও। এ অবস্থায় নারীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত সবাই। বিনোদন অঙ্গনের তারকারাও কথা বলছেন বিষয়টি নিয়ে। এ তালিকায় নাম উঠল ঢালিউডের সবচেয়ে বড় তারকা শাকিব খানের। 

সামাজিক মাধ্যমে ধর্ষিতা বালিকার বিচার চেয়েছেন শাকিব। আজ শনিবার নিজের ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে তিনি লিখেছেন, ‘#JusticeForAsiya #WeWantJustice’


বিজ্ঞাপন


এদিকে শাকিবের দাবির সঙ্গে একমত পোষণ করেছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘ঠিক বলেছেন ভাই আমরাও বিচার চাই।’ অন্য একজন লিখেছেন, ‘বিচার চাই।’ এছাড়া বাকিরাও সহমত জানিয়েছেন। 

এদিকে জনপ্রিয় চিত্রনায়ক রুবেল মনে করছেন মনে করছেন ধর্ষণ থেকে রক্ষা পেতে নারীর কারাতে শিক্ষা জরুরী। তিনি বলেন, ‘আমি মনে করি আমি বলতে চাই নারীদের জন্য মার্শাল আর্ট অপরিহার্য। এমনকি প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় তরুণীদেরর শেখা উচিত। আমরা যদি নারীদের কারাতের শিক্ষাটা দিতে পারি তাহলে ধর্ষণ থেকে ৭০ ভাগ পরিত্রাণ পাব।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর