বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ঢাকা

জিঙ্গেলে কণ্ঠ দিলেন টি ডব্লিউ সৈনিক 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৫, ০১:৫৯ পিএম

শেয়ার করুন:

জিঙ্গেলে কণ্ঠ দিলেন টি ডব্লিউ সৈনিক 

প্রায় দুই দশক আগে ‘তুমি আমার ঘুম’ শিরোনামের একটি গান দিয়ে সাড়া জাগিয়েছিলেন টি ডব্লিউ সৈনিক। সোহেল আরমানের লেখা ও ইবরার টিপুর সুরে এই এক গানই তাকে পরিচিতি এনে দিয়েছিল দেশজুড়ে। এই গানের জন্য বহু পুরস্কারও পেয়েছেন তিনি। এবার টি ডব্লিউ সৈনিক জিঙ্গেলে কন্ঠ দিলেন। 

একটি আবাসন প্রকল্পের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন সৈনিক। এর সংগীত পরিচালনা করেছেন জিঙ্গেল সম্রাট হিসেবে পরিচিত রিপন খান। 


বিজ্ঞাপন


জিঙ্গেলে কণ্ঠ দিয়ে উচ্ছ্বসিত সৈনিক বলেন, এর আগেও আমি বিজ্ঞাপনচিত্রে কণ্ঠ দিয়েছি এবং হুইসেল বাজিয়েছি। গ্রামীণফোনের বিজ্ঞাপন নাটক ধারাবাহিক নাটকে কণ্ঠ দিয়েছি। আজ আবার অনেকদিন পর একটি বিজ্ঞাপন চিত্রে গান গাইলাম।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর