শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ঢাকা

ফের বিয়ে করলেন অভিনেতা মিলন, পাত্রী কে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০৭:৩২ পিএম

শেয়ার করুন:

ফের বিয়ে করলেন অভিনেতা মিলন, পাত্রী কে? 

ফের বিয়ে করলেন অভিনেতার আনিসুর রহমান মিলন। গেল ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় মিলনের। তার স্ত্রীর নাম শিপা। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘গত ৮ ফেব্রুয়ারি চট্টগামে মিলন ও শিপার বিয়ে হয়েছে। আজ মিলনের দাওয়াতে তার বৌ দেখতে এসেছি। দুজনকে খুব ভালো মানিয়েছে। দোয়া করি ওরা যেনো সুখী হয়।’


বিজ্ঞাপন


481645132_10236332369951838_5283722226810589174_n

এছাড়া মিলন-শিপা দম্পতিকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেকে অনেক শুভেচ্ছা মিলন ও শিপা ভাবি। অনেক ভালো লাগলো। সুখী হও। আনন্দে ভাসো। তোমাদের জন্য ভালোবাসা।’ তবে কবে কোথায় তাদের বিয়ে হয়েছে তা উল্লেখ করেননি এই নির্মাতা।

মিলনের প্রথম স্ত্রীর নাম লুসি গোমেজ। ১৯৯৯ সালে তাদের বিয়ে হয়। ২০১৩ সালে তাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটে। এরপর মিলন বিয়ে করেন পলি আহমেদকে। সে ঘরে এক ছেলে রয়েছে অভিনেতার।

483488957_10236332370951863_5791156478322884509_n


বিজ্ঞাপন


স্ত্রী পলি থাকতেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। ওখানেই চিকিৎসা চলছিল তার। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর