অভিনেতা ও নির্মাতা— দুই পরিচয় থাকলেও নির্মাণের মাধ্যমে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি জিয়াউল হক পলাশ। আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে অভিনয় সত্ত্বা। কাজল আরেফিন অমির ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্টে’ তার অভিনীত ‘কাবিলা’ চরিত্রটি দারুণ জনপ্রিয়তা পায়।
এরপর বেশ কিছু কাজ আলোচনায় আসে পলাশের। তবে তার কোনোটাতেই তার একার কৃতিত্ব নেই। ফলে ‘ব্যাচেলর পয়েন্ট থেকে প্রাপ্ত জনপ্রিয়তাও অস্তমিত। এদিকে বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল ‘খালিদ’ নামের একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন পলাশ। এবার প্রকাশ পেল তার পোস্টার।
বিজ্ঞাপন
সামাজিক মাধ্যমে পোস্টারটি নিয়ে বেশ উন্মাদনা দেখাচ্ছেন তার অনুসারীরা। মন্তব্যের ঘরে প্রশংসা রেখে যাচ্ছেন অনেকে। জানাচ্ছেন শুভকামনা। কিন্তু অনুরাগীদের মন ভরলেও প্রশ্ন হচ্ছে, ‘খালিদে’র পোস্টারে আদৌ কি কোনো নতুনত্ব আছে?
এক কথা বললে উত্তর হবে, ‘নেই’। পোস্টারটি দেখে ধারণা যাচ্ছে মারকাটারি চরিত্রে হাজির হচ্ছেন পলাশ। স্যান্ডোগেঞ্জি পরিহিত অভিনেতাকে অ্যাকশনের ভঙ্গিতে দেখা গেছে।
বিভিন্ন কনটেন্টের পোস্টারে এরকম ভঙ্গিমায় এর আগে অনেককেই দেখা গেছে। ওই জায়গা থেকে পোস্টারকে আহামরি কিছু বলার সুযোগ নেই। প্রথম দেখায়-ই দর্শককে টেনে ধরবে সেরকম কোনো উপাদানও নেই।
বিজ্ঞাপন
‘খালিদ’ নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। রোজার ঈদে মুক্তি পাবে এই ওয়েব ফিল্ম। মুক্তির পর কতটা ভিন্নতা দেখাতে পারে সেটা সময়ই বলে দেবে।