‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা কারও অজানা না। জুলাই বিপ্লব বিরোধী সংস্কৃতি কর্মীদের গ্রুপ এটি। এ গ্রুপের একজন সদস্য অভিনেত্রী সোহানা সাবা। হাসিনা সরকারের পতনের পর গ্রুপের কিছু স্ক্রিনশট ভাইরাল হয়। একইসঙ্গে এর সদস্যরা হন সমালোচনায়।
তবে সেসময় তুমুল বিতর্কের মুখে পড়লেও গ্রুপটি বন্ধ করা হয়নি। এখনও সক্রিয় আছে। এরকম জানালেন সাবা। সেইসঙ্গে ‘আলো আসবেই’ গ্রুপ বন্ধ করতে সামাজিক আমধ্যমে চাইলেন সাহায্য।
বিজ্ঞাপন
এ নিয়ে সাবা বলেন, ‘আমার ফেসবুক থেকে অনেকের কাছে ইনভাইটেশন যাচ্ছে যে, আলো আসবেই গ্রুপের জন্য। এটা কীভাবে যাচ্ছে, আমি জানি না। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান আমি কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি। ইনভাইটেশন যে যাচ্ছে, এটা আমি দিচ্ছি না, কিন্তু এটা যাচ্ছে।’
আলো আসবেই গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। গ্রুপটিতে আরও ছিলেন জায়েদ খান, সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, আশনা হাবিব ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, নির্মাতা মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক, খোরশেদ আলম খসরু প্রমুখ।