শনিবার, ২২ মার্চ, ২০২৫, ঢাকা

পাপারাজ্জিকে কানের দুল খুলে দিলেন রাবিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ০১:২৭ পিএম

শেয়ার করুন:

ছবি: সংগৃহীত
রবিনা ট্যান্ডন

নব্বই দশকে বলিউড যে ক’জন নায়িকার বেজায় আধিপত্য ছিল তার মধ্যে রাবিনা ট্যান্ডন অন্যতম। ‘টিপ টিপ বরষা পানি’ গানটি মনে ধরেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ক্যারিয়ারে উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় ছবি। 

পাপারাজ্জিদের দেখলেই অনেক তারকাই দূর্ব্যবহার করেন কিংবা ফ্ল্যাশের ঝলকানিতে বিরক্ত হয়ে মেজাজ হারান। তবে ভিন্ন চিত্র রবিনা ট্যান্ডনের ক্ষেত্রে।


বিজ্ঞাপন


হামলার শিকার বলিউড অভিনেত্রী রাবিনা

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, এক ফটোশিকারিকে দেখে নিজের সোনার কানের দুল খুলে দিলেন বলিউড অভিনেত্রী।

ravina_cover

ওই ভিডিও তে দেখে গেছে, মুম্বই বিমানবন্দরে রবিনা ট্যান্ডনকে দেখে পাপারাজ্জিরা ব্যস্ত ক্যামেরার ফ্রেম বন্দি করতে। তাদের আবদার মেটাতে নিজেও দাঁড়িয়ে পড়েন এবং হাসিমুখে সবার সাথে কুশল বিনিময় করেন। তারপরই কান থেকে সোনার দুল খুলে উপহার দেন এক ফটোশিকারির হাতে।


বিজ্ঞাপন


‘টিপ টিপ বরষা পানি’ গানে অক্ষয়ের সঙ্গে পিরিয়ড নিয়ে নেচেছিলেন রাবিনা 

ওই ভিডিও পোস্ট করতেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। মানবিক রবিনাকে দেখে প্রশংসায় ভাসাচ্ছেন তার অনুরাগীরা। এক ভক্ত লিখেছেন, ‘তু চিজ বড়ি হ্যায় মস্ত…।’

1713534152_raveena

এর আগে মুম্বাই শহরের বসতিতে গণবিয়ে অনুষ্ঠানে গিয়ে নিজের বিয়ের সোনার বালাজোড়া খুলে উপহার দিয়েছিলেন রবিনা ট্যান্ডন। যে বালাজোড়া বিয়ের সময় থেকেই তার হাতে ছিল। ওই বালার একটাতে খোদাই করা তাঁর স্বামীর নাম, অন্যটায় তার নাম। এবার ফটোশিকারিকে সোনার দুল উপহার দিয়ে নেট অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন নায়িকা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর