রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের জন্য পাগল হয়েছিলেন তামান্না, সেকারণেই বিচ্ছেদ বিজয়ের সঙ্গে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৫, ১২:২৫ পিএম

শেয়ার করুন:

বিয়ের জন্য পাগল হয়েছিলেন তামান্না, সেকারণেই বিচ্ছেদ বিজয়ের সঙ্গে! 

সম্পর্কের তরী ডুবেছে তামান্না ভাট ও বিজয় ভার্মার। অনুরাগীরা যখন তাদের বিয়ের স্বপ্ন দেখছেন তখন এমন খবরে আশাহত সবাই। খুঁজছেন দুজনের দুটি পথ দুই দিকে বেঁকে যাওয়ার কারণ। এবার উন্মোচিত হলো বিজয়-তামান্নার ছাড়াছাড়ির আসল রহস্য। 

বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, তামান্না চেয়েছিলেন সাত তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। তাতে সম্মতি ছিল না বিজয়ের। হবু কনে নাকি এতটাই পাগল হয়েছিলেন সাতপাক ঘোরার জন্য, তাতেই চাপে পড়ে যান বিজয়। 

1714388293_tamanna-1_20240910_161244212

সূত্রের খবর, তামান্না প্রেমিককে বিয়ে করে ঘোরতর সংসারি হতে চেয়েছিলেন অভিনেত্রী। একপ্রকার বিয়ের জন্য অধৈর্যই হয়ে উঠেছিলেন নায়িকা। আর তার জেরেই নাকি সম্পর্কে জটিলতার সূত্রপাত। শুরু হয় মান-অভিমান। তুঙ্গে ওঠে বাক-বিতণ্ডা। এরপরই মধ্যস্থতা করে বিচ্ছেদের পথে হাঁটেন তারকাজুটি। 

এদিকে নিজেদের বিচ্ছেদ নিয়ে কোনো মন্তব্য করেননি তামান্না-বিজয়। তবে জানা গেছে সপ্তাহ কয়েক আগে বিচ্ছেদ হয়েছে তাদের। তবে সম্পর্কটাকে বন্ধুত্বে রূপান্তরিত করতে চাইছেন তারা।

tamanna-20230103153539_20240203_185741481_20240829_154043105

২০২৩-এ বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না-বিজয়কে। সে বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। অপেক্ষা ছিল গাঁটছড়া বাঁধার। কিন্তু তার আগেই বাজল বিচ্ছেদের সুর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর