ছোটপর্দার জনপ্রিয় মুখ জাহিদ হাসান বর্তমানে নাটক সিনেমায় অনিয়মিত। আগের মতো টেলিভিশন নাটকে কাজ হয় না। এদিকে ওটিটি প্লাটফর্ম গুলো হওয়ায় ভালো মানের কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে। ছোট পর্দার অনেক অভিনয়শিল্পী ওটিটিতে মনোযোগী হলেও ওয়েবে জাহিদের কাজ হাতে গোনা।
দর্শকের কথা মাথায় রেখে ওয়েবে যুক্ত হয়েছেন তিনি। নির্মাতা রায়হান রাফীর ‘আমলনামা’ ওয়েব ফিল্মের টিজার মুক্তি পেয়েছে। যেখানে জাহিদ হাসানকে দেখা গেছে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।
বিজ্ঞাপন
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘আমলনামা’ বানিয়েছেন রায়হান রাফী। তবে কোন ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমা নির্মাণ, তা এখনই বলতে চান না নির্মাতা। রাফী বলেন, ‘আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এই সিনেমায় যে গল্পটা দেখানো হয়েছে, তা দর্শককে একধরনের রহস্যের মধ্যে রাখবে বলে আমার বিশ্বাস।’
কেন জানি মনে হয়, আমি বেহেশতে যাব: জাহিদ হাসান
২৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কয়েকজন মাদকবিরোধী অভিযানের কথা বলে একজনকে তার বাসা থেকে ধরে নিয়ে যাচ্ছে। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। ওয়েব সিনেমাটি মুক্তির আগে সিনেমার গল্প বলতে চান না। শুধু জানালেন, মানুষের মাঝে সচেতনতা তৈরি করতেই কাজটির সঙ্গে যুক্ত হয়েছেন।
সিনেমাটি নিয়ে জাহিদ হাসান বলেন, ‘সিনেমাটি তৈরি হয়েছে সত্য ঘটনার অবলম্বনে। আমরা যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে সে জন্যই কাজটি করা। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’
বিজ্ঞাপন
সর্বশেষ দুই বছর আগে গৌতম কৌরির ওয়েব সিরিজ ‘কে’তে দেখা গিয়েছিল তাকে। বিরতি কাটিয়ে আবার ওটিটিতে ফিরছেন জাহিদ হাসান। ‘আমলনামা’ নামের ওয়েব ফিল্মে দেখা যাবে তাকে।
জাহিদ হাসানের কাছে ক্ষমা চাইলেন মাহফুজ আহমেদ
আমলনামায় আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সারিকা সাবরিন, তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন প্রমুখ।
ইএইচ /আরআর