বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে সরে ড. সৈয়দ জামিল আহমেদের সরে দাঁড়ানোর পর থেকেই আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
কেননা জামিল আহমেদ জানিয়েছেন তিনি সংস্কৃতি উপদেষ্টা ও মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের কারণেই পদত্যাগ করেছেন। এর বিপরীতে নিজের অবস্থান পরিষ্কার করলেও অনেকের অসন্তুষ্টি কাটছে না। তবে জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ মনে করছেন ফারুকী ঠিক আছেন।
বিজ্ঞাপন
আজ সোমবার নিজের ফেসবুকে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘উপদেষ্টা হিসেবে মোস্তফা সরয়ার ফারুকী ঠিক আছেন। অন্ততপক্ষে বালখিল্য আচরণ করছেন না। সংবেদনশীল। কোথায় কি বলতে হবে করতে হবে বোঝেন। সময় তাঁকেই চায়।’
বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছিল দেশের শিল্পী সমাজ। কেউ রাজপথে কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন শিক্ষার্থীদের পক্ষে। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও ছিলেন এই দলে। এ আন্দোলনে ফারুকীর মতোই সরব ছিলেন প্রিন্স মাহমুদ।