বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ঢাকা

দ্বিতীয়বার অস্কার পেলেন অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৫, ১১:০৫ এএম

শেয়ার করুন:

দ্বিতীয়বার অস্কার পেলেন অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কার। ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হয়েছে জমকালো আয়োজনের। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি জানাতেই এ আয়োজন। 


এ আসরে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমার অ্যাড্রিয়েন ব্রডি। এর আগে, ২০০৩ সালে ব্র্যাডি করবেটের ‘দ্য পিয়ানিস্ট’ চলচ্চিত্রের জন্য ৭৫তম অস্কার উঠেছিল তার হাতে। এবারও একই নির্মাতার পরিচালনায় সেরার অভিনেতার খেতাব জিতলেন তিনি।


বিজ্ঞাপন


অ্যাড্রিয়েন_ব্রডি_(1)
দ্য ব্রুটালিস্ট নির্মিত হয়েছে হাঙ্গেরীয়-ইহুদি গণহত্যা থেকে বেঁচে যাওয়া এক ব্যক্তির মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া এবং সেখানে তাঁর স্বপ্ন পূরণের সংগ্রাম গল্প তুলে ধরেন নির্মাতা।  অস্কার পেল ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

অস্কার পেল ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’

এবারের আসরে আলোচিত চলচ্চিত্রের মধ্যে ছিল ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি। এবারের আসরে সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’।   


আয়োজনের প্রথম পুরস্কার নেওয়ার জন্য নাম ঘোষণা করা হয় আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। ‘আ রিয়েল পেইন’ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনেতার স্বীকৃতি পেলেন তিনি।


বিজ্ঞাপন


ইএইচ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর